চূড়ান্ত হলো ইউক্রেন-যুক্তরাষ্ট্র খনিজ চুক্তি

চূড়ান্ত হয়েছে ইউক্রেন-যুক্তরাষ্ট্র চুক্তি। শিগগিরই তাতে দুই দেশের নেতারা সই করবেন বলে আশা করছেন ইউরোপীয় নেতারা। তথ্যটি নিশ্চিত করেন ইউক্রেনের অপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা।

সামাজিক মাধ্যমে ২৪ ফেব্রুয়ারি এক পোস্টে স্টেফানিশিনা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তির আলোচনা অত্যন্ত গঠনমূলক হয়েছে। চুক্তির বিস্তারিত শর্তও চূড়ান্ত হয়েছে। শিগগিরই চুক্তি সই হওয়ার বিষয়টি সম্পন্ন করতে ইউক্রেন প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের নেতারা এতে দ্রুতই সই করবেন বলেও আশা করেন তিনি।

এর আগে চলতি মাসের শুরুতে মার্কিন সামরিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদ দাবি করেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে ইউক্রেনের খনিজে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, মস্কো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কিয়েভের সঙ্গে যুদ্ধবিরতির পরিবর্তে দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি চায়। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর তিন বছর পূর্তি হয়েছে। দিবসটি উপলক্ষে ইউরোপীয় নেতাদের নিয়ে কিয়েভ সম্মেলনের আয়োজন করেছে ইউক্রেন।

এতে অংশ নেন ইউরোপের বেশ কয়েকজন নেতা। অনেকে ভার্চ্যুয়ালিও অংশ নিয়েছেন। ইউরোপের নেতারা ইউক্রেনকে আরও বেশি সহায়তার আশ্বাস দিয়েছেন। ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেন বলেছেন, ইউক্রেনে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ আরও ত্বরান্বিত করতে হবে। ইউরোপের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় সংকট হিসেবে এ যুদ্ধ রয়ে গেছে।

রেকর্ডেড ভিডিওতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এই যুদ্ধে রাশিয়ার হাতে সব কার্ড নেই। এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ট্রাম্পের অবস্থানের বিরোধিতা করেন।

সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘পুতিন আমাদের শান্তি দেবেন না, কোনো কিছুর বিনিময়ে তা পাওয়া যাবে না। আমাদের শক্তি, প্রজ্ঞা, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে শান্তি অর্জন করতে হবে।’

Share this news on: