হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইছালিয়া নামক স্থানে অবৈধ বালু কোয়ারিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২০ মেশিন ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় যৌথভাবে অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব।
অভিযানে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে মেশিন দ্বারা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২০টি মেশিন এবং ৪ হাজার ফুট প্লাস্টিক পাইপ ধ্বংস করা হয়।