রাজধানীতে রাতভর জনতার হাতে আটক হয়েছে বেশ কিছু পেশাদার ছিনতাইকারী। একাধিক স্থানে অস্ত্র সহ আটক হয়েছেন ছিনতাইকারীদের একাধিক দল। সেসব ঘটনার ভিডিও চিত্র ছড়িয়ে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা গেছে, ছিনতাইকারীদের আটকে রেখে মারধর করছে জনগন।
আটককৃতদের থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। এছাড়াও রাজধানীর একাধিক স্থান থেকে কিছু সংখ্যক পেশাদার ছিনতাইকারিকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। জানা গেছে, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। যার আওতায় ধরা পড়েছে এসব অপরাধীরা।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর এবং সাজাপ্রাপ্ত আসামি। তাদের হেফাজত থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
তবে, পুলিশের বাইরেও রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন স্পট, মিরপুর, বাড্ডা, বেইলি রোড, উত্তরা, মান্ডা গ্রীন মডেল টাউন সহ বেশ কিছু এলাকায় ধরা পরে জনগনের তোপের মুখে পোড়ে ছিনাতাইকারীরা সন্ত্রাসীরা। এসময় তাদের মারধর করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
বিগত বেশ কিছুদিন ধরেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম। বিভিন্ন স্থানে ডাকাতি ও লুটপাটে অতিস্ট হয়ে উঠছিল নগরবাসী। এমন পরিস্থিতিতে পুলিশের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা জানানো হয়। অপরাধীদের গ্রেফতারে জনমনে তাই কিছুটা স্বস্তি ফিরছে।