আমিরাতে লটারি জিতে কোটিপতি ২ বাংলাদেশী!

আমিরাতে লটারি জিতে কোটিপতি বনেছেন বাংলাদেশি গাড়িচালক! সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি র‌্যাফেল বিগ-টিকিটের সাপ্তাহিক লটারি জিতেছেন তিনি সহ দুই বাংলাদেশি। তাদের দুজনই পেয়েছেন আড়াই লাখ দিরহাম করে। যা বাংলাদেশি অর্থে দেড় কোটি টাকারও বেশি।

জানা গেছে, এই দুই বাংলাদেশির একজন আমিরাতে গাড়ি চালান। অপরজন নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করেন। লটারি কর্তৃপক্ষ এক ঘোষণায় বলেছে, “এ সপ্তাহে মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়া এবং আলমগীর হাফেজুর রহমান সর্বশেষ বিজয়ী হয়েছেন।”

বিজয়ী মোজাম্মেল হক ভুঁইয়া দুবাইয়ে গত ১৩ বছর ধরে বাস করছেন। সেখানেই গাড়ি চালক হিসেবে কাজ করেন তিনি। তিনি সাত বছর আগে এ লটারি সম্পর্কে প্রথম জানতে পারেন। এরপর ২০ জন বন্ধুর একটি গ্রুপের সঙ্গে প্রতিমাসে টিকিট কেটে আসছিলেন তিনি।

তিনি বলেন, “আমি সত্যি ভাষা হারিয়ে ফেলেছি। এটি অনেক খুশির বিষয়। আমি এখনো ঠিক করেনি এই অর্থ দিয়ে কি করব। তবে এটি নিশ্চিত, আমার বন্ধুদের সঙ্গে এই অর্থ ভাগাভাগি করে নেব। যেমনটা আমরা সবসময় একসঙ্গে লটারির টিকিট কিনেছি। আমি আরও টিকিট কিনব। যারা লটারি জেতার অপেক্ষায় আছেন, তাদের বলব, চলতে থাকুন। আপনিও জিতবেন।”

অপরদিকে ৪২ বছর বয়সী নিরাপত্তারক্ষী আলমগীর দীর্ঘ ১৫ বছর ধরে দুবাইয়ে আছেন। তিনি ১০ বন্ধুর সঙ্গে মিলে লটারির টিকিট কিনতেন। তিনি বলেন, “আমি যখন বিজয়ী হওয়ার ফোন পেলাম। আমি আনন্দে আত্মহারা হয়ে পড়ি। আমার বন্ধুদের সঙ্গে এই অর্থ ভাগ করে নেব। যা আমাদের জীবনে বড় প্রভাব রাখবে। আমি বাংলাদেশে থাকা আমার ঋণ পরিশোধ করব। এবং কিছু অর্থ পরিবারের সহায়তার জন্য পাঠাব। ভবিষ্যতেও টিকেট কেনা অব্যাহত রাখার কথা জানিয়েছে তিনি।

Share this news on:

সর্বশেষ

img
ই-মেইলের জবাব না দেওয়া কর্মীদের নতুন হুমকি দিলেন মাস্ক Feb 25, 2025
img
মালদ্বীপে বৈধ কাগজপত্রহীন বাংলাদেশিদের নিয়মিতকরণের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা Feb 25, 2025
img
ছোট পর্দাতেও এ বার কৌশানী ম্যাজিক Feb 25, 2025
img
একদিন তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন : শফিকুল আলম Feb 25, 2025
img
‘লড়াই শেষ হয়নি, এটি শুধু নতুন রূপে শুরু হচ্ছে’ Feb 25, 2025
নাহিদ ইসলামকে স্বাগতম জানিয়ে যা লিখলেন সারজিস আলম Feb 25, 2025
ছাত্রদের নতুন দল আসছে কবে? যা জানা গেল Feb 25, 2025
স্বরাষ্ট্র উপদেষ্টাকে যা বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা Feb 25, 2025
পদত্যাগ পত্রে যে কারন দেখালেন উপদেষ্টা নাহিদ Feb 25, 2025
রাজধানীতে রাতভর জনতার হাতে ছিনতাইকারী আটক Feb 25, 2025