ঢাকা ওয়াসায় ৮ সদস্যের নজরদারি টিম গঠন

ঢাকা ওয়াসার মজুত মালামালের ব্যবস্থাপনা প্রক্রিয়া সহজ করতে ১০টি স্টোরের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করার জন্য আট সদস্য বিশিষ্ট একটি নজরদারি টিম গঠন করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান এর আগে একটি অফিস আদেশ জারি করে এই নজরদারি টিমের অনুমোদন দেন।

সচিব মশিউর রহমান খান নজরদারি টিমের কার্যপরিধি সম্পর্কে জানান, ক্রয় ও ব্যয়ের ভিত্তিতে শীর্ষ ১০টি স্টোর ত্রৈমাসিকভাবে সরেজমিনে পরিদর্শন করবে এ টিম, যেন ঢাকা ওয়াসার ইনভেন্টরির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত হয়। পরিদর্শনের সময় বাস্তব গণনা করে পাওয়া স্টক এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়‍্যারে প্রদর্শিত স্টকের মধ্যে যেকোনো অসংগতি শনাক্ত করা এবং সফটওয়্যারের যাবতীয় কার্যক্রম বিধি মোতাবেক সঠিকভাবে সম্পন্ন হয়েছে কি না তা যাচাই করতে হবে।

পাশাপাশি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়্যারের ইনভেন্টরি মডিউলের যাবতীয় কার্যক্রম ও গুরুত্বপূর্ণ নথির সঠিকতা যাচাই করতে হবে। নজরদারি কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত, সুপারিশ স্টোরে পরে বাস্তবায়ন করছে কি না তার অগ্রগতি পর্যবেক্ষণ করা। পরিদর্শনের ফলাফল, চিহ্নিত অসংগতি, চ্যালেঞ্জ এবং সুপারিশসহ বিস্তারিত মাসিক প্রতিবেদন প্রস্তুত করে ইনভেন্টরি ম্যানেজমেন্ট কমিটির কাছে উপস্থাপন করতে হবে এ নজরদারি টিমকে।

ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, এ নজরদারি টিমের আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির হিসাব বিভাগের উপ-প্রধান অর্থ কর্মকর্তা আনিসুর রহমান পাটোয়ারীকে এবং সদস্য সচিব করা হয়েছে ঢাকা ওয়াসার অভ্যন্তরীণ অডিট বিভাগের অডিট অফিসার শহিদুল হককে।

এ ছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন– ঢাকা ওয়াসার এমআইএস বিলিং বিভাগের প্রোগ্রামার আরিফ উজ্জামান, কমন সার্ভিস বিভাগের সহকারী সচিব মোরশেদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার এনামুল হক, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, উপ-সহকারী প্রকৌশলী তৌফিক হাসান এবং হিসাবরক্ষণ কর্মকর্তা রোকন-উজ-জামান।

Share this news on:

সর্বশেষ

img
৫ আগস্টের অভ্যুত্থানে পেছনের নায়ক তারেক রহমান, মূল শক্তি ছাত্রদল: আযম খান Feb 26, 2025
img
'মান্নাত' ছেড়ে নতুন ঠিকানায় শারুখ পরিবার Feb 26, 2025
img
ইব্রাহিমের বিশ্বরেকর্ড, বিশাল সংগ্রহ আফগানিস্তানের Feb 26, 2025
img
২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদির Feb 26, 2025
img
নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে যারা Feb 26, 2025
img
বাংলাদেশের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য করবে পাকিস্তান:পাকিস্তান হাইকমিশনার Feb 26, 2025
img
চ্যাম্পিয়ন্স ট্রফির ডিউটিতে অনীহা, পাকিস্তানে শতাধিক পুলিশ বরখাস্ত Feb 26, 2025
img
নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম Feb 26, 2025
প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেট আটকে দিয়েছে আহতরা Feb 26, 2025
অর্থনীতি যেভাবে কামব্যাক করেছে সেটা মিরাকল Feb 26, 2025