রাতের আঁধারে ঢাকা শহরের অলিতে গলিতে দেখা গেল স্বরাষ্ট্র উপদেষ্টাকে। উদ্দেশ্য জনগণের নিরাপত্তা স্বচোক্ষে পরিদর্শন করা। তার পদত্যাগের দাবিতে যখন ক্ষোভে ফেটে পড়েছেন জনতা ঠিক সে সময় তিনি বেরিয়ে পড়লেন পুলিশের টহল ভ্যান নিয়ে।
২৬ ফেব্রুয়ারি ভোর রাতে পুলিশের টহল কার্যক্রমও পরিদর্শন করেন উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তার ক্রমাগত অবনতি ঘটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে এ ঝটিকা পরিদর্শনে নামেন তিনি।
এসময় তিনি ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম তদারকি করেন। বারিধারায় ডি/ও/এইচ/এস’র বাসা থেকে বের হয়ে বনানী মোড়, বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউ, কলাবাগান, ইডেন কলেজ হয়ে নিউমার্কেট থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর শাহবাগ মোড়, মগবাজার, হাতিরঝিল, পুলিশ প্লাজা হয়ে গুলশান থানাও পরিদর্শন করেন।
উপদেষ্টা থানা ও চেকপোস্টে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশসহ সকল বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন।
পরে তিনি গুলশান থানা থেকে ইউনাইটেড হাসপাতাল হয়ে বারিধারার বাসায় ফিরে আসেন। পথিমধ্যে তিনি আশপাশের অলিগলিও পরিদর্শন করেন। এই পরিদর্শনের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীসহ সারা দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক থাকার বার্তা দেন।