হাইকোর্টের ঐতিহাসিক রায়, নিরাপদ পানিকে মৌলিক অধিকার ঘোষণা

নিরাপদ খাবার ও ব্যবহারযোগ্য পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোঃ আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। রায়টিকে ঐতিহাসিক ও যুগান্তকারী বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

দেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ খাবার ও ব্যবহারযোগ্য পানি নিশ্চিত করতে ২০২০ সালে সুমোটো রোল জারি করেছিলেন হাইকোর্ট। সেখানে বাংলাদেশের সকল নাগরিকের জন্য নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ করা রাষ্ট্রের দায়িত্ব কিনা, অথবা এই নিরাপদ পানি পাওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা যায় কিনা এই মর্মে রুল জারি করা হয়েছিল। উক্ত রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আজকে মাননীয় আদালত রায় ঘোষণা করেছেন।

রায় আদালত স্পষ্টভাবে ঘোষণা করেছেন বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ এবং বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়া একটি মৌলিক অধিকার এবং এই পানির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নিরাপদ্পানযোগ্য পানি সরবরাহ নিশ্চিত করার জন্য আদালত বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন।

আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেক গুরুত্বপূর্ণ পাবলিক স্থান অর্থাৎ আদালত, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল, রেল স্টেশন, হাট বাজার , এয়ারপোর্টসহ প্রত্যেক পাবলিক প্লেসে নিরাপদ পানযোগ্য পানি প্রত্যক নাগরিকের জন্য নিশ্চিত করতে হবে। আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ এবং পানযোগ্য পানি সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

০২৬ সালের মধ্যে সমস্ত পাবলিক প্লেসে নিরাপদ বিনামূল্যে সরবরাহ পানির কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই মর্মে একটি রিপোর্ট সরকারকে আদালতে দাখিল করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। অত্র আদেশটি একটি চলমান আদেশ হিসেবে থাকবে।

হাইকোর্ট কর্তৃক ঘোষিত তুরাগ নদীর রায়, সোনারগাঁয়ের রায়, ও হাতিরঝিলের রায়ের নির্দেশনাগুলিও এই রায়ের নির্দেশনার অন্তর্ভুক্ত হবে। বাংলাদেশের যত পানির উৎস রয়েছে এই পানির উৎস যাতে খহিষ্ণু না হয় অর্থাৎ পানি শুকিয়ে না যায়, পানি অনিরাপদ না হয়, পানি দূষিত না হয় সেগুলোকে সংরক্ষিত করার জন্য সরকারকে নির্দেশ দেয়া হয়েছে।

Share this news on:

সর্বশেষ

img
অন্তবর্তী সরকারের সমালোচনা করে যা বললেন তারেক রহমান Feb 27, 2025
img
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টর পিটারসন Feb 27, 2025
img
অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে গ্রেফতার ৭৪৩ জন Feb 27, 2025
বাংলাদেশের মতো সর্বজনীন পেনশন চালু করল ভারত Feb 27, 2025
img
ওজুর বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বরকত উল্লাহ বুলু Feb 27, 2025
img
‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান Feb 27, 2025
img
ছাত্রদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’, নেতৃত্বে যারা Feb 27, 2025
img
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে কতো টাকা পাচ্ছে বাংলাদেশ? Feb 27, 2025
img
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Feb 27, 2025
img
নৌকাডুবিতে মা-বাবা হারানো দিপুর দায়িত্ব নিলেন জামায়াত আমির Feb 27, 2025