‘ডু অর ডাই’ ম্যাচে ব্যাটিংয়ে আফগানিস্তান

শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশা টিকে আছে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামা আফগানিস্তানের। আজ আরেকটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি এশিয়া ক্রিকেটের নতুন শক্তি। সেমিফাইনালের ভাগ্য নির্ধারণের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। লাহোরে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।

‘বি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান তিন দলই সেমিফাইনালের দৌড়ে টিকে আছে। ২ ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সমান ৩ করে পয়েন্ট আছে। ২ পয়েন্ট আছে আফগানিস্তানের।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলে বা ১ পয়েন্ট পেলেই দক্ষিণ আফ্রিকাকে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে অস্ট্রেলিয়া। হেরে গেলেও সেমির সুযোগ থাকবে অজিদের। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে মোটামুটি সেমি নিশ্চিত হয়ে যাবে রশিদ খানদের। তবে হার কিংবা পয়েন্ট ভাগাভাগি হলে বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের।

নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৭ রানের বড় ব্যবধানে হেরেছিল আফগানিস্তান। তবে পরের ম্যাচেই বড় চমক দেখায় আফগানরা। ওপেনার ইব্রাহিম জাদরানের ১৭৭ রান এবং পেসার আজমতুল্লাহ ওমরজাই’র ৫ উইকেট শিকারে শক্তিশালী ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে সেমির দৌড়ে টিকে থাকে রশিদ-নবিরা।

গত ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর সেরা সুযোগ হাতছাড়া করেছে আফগানিস্তান। গ্লেন ম্যাক্সওয়েলের দানবীয় ইনিংসে ৩ উইকেটে হেরে যায় আফগানরা। এবার আর হাতছাড়া করতে চায় না তারা। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে শতভাগ সাফল্য অস্ট্রেলিয়ার। এখন পর্যন্ত ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে চারবার খেলে সবগুলোই জিতেছে তারা।

অস্ট্রেলিয়া একাদশ
ম্যাথিউ শর্ট, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশেন, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডারশুইস, নাথান অ্যালিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নুর আহমদ ও ফজলহক ফারুকী। 

Share this news on:

সর্বশেষ

img
‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরলেন নাহিদ ইসলাম Feb 28, 2025
img
বৃষ্টিতে ঝুলে রইল আফগানিস্তানের স্বপ্ন, সেমিতে অস্ট্রেলিয়া Feb 28, 2025
img
নেইমারের কাছে পেনাল্টি নেওয়ার কৌশল শিখেছিলেন মেসি Feb 28, 2025
img
ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা ঘোষণার পথে ট্রাম্প Feb 28, 2025
img
নিম পাতা দিয়ে চুলের খুশকি রোধের ঘরোয়া উপায় Feb 28, 2025
img
সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে জাতি শক্তিশালী হয় না : কাদের গনি চৌধুরী Feb 28, 2025
img
সুনীল শেট্টি : মাথায় বন্দুক ধরে হাতকড়া পরানো হয় Feb 28, 2025
img
সম্মেলনে সেকেন্ড রিপাবলিক গড়ার ডাক দিলেন নাহিদ ইসলাম! Feb 28, 2025
img
শনিবারে সৌদি আরবে রোজা শুরু Feb 28, 2025
img
ফ্রান্স-ইতালি সীমান্তে প্রাণ গেছে বাংলাদেশিসহ ৪৮ অভিবাসীর। Feb 28, 2025