চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বিনামূল্যে ইফতার দেবে ইসিবি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব শেষের পথে। আয়োজক সত্ত্ব পাকিস্তানের হাতে থাকলেও ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইতে ম্যাচ আয়োজন করা হচ্ছে। গ্রুপপর্ব ও সেমিফাইনাল মিলিয়ে সেখানে আরও দুটি ম্যাচ নিশ্চিত। আর ভারত ফাইনালে উঠলে সংযুক্ত আরব আমিরাতে এই মাঠেই চূড়ান্ত ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরই মাঝে মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান। এই অবস্থায়, দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালে দর্শকদের বিনামূল্যে ইফতার প্রদান করা হবে।

গতকাল (২৭ ফেব্রুয়ারি) এক বার্তায় এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই তথ্য নিশ্চিত করেছে। সাধারণত রমজান চলাকালে দর্শকদের বাড়তি ভাবনার বিষয় হতে পারত ইফতার। বিশেষত স্টেডিয়ামে যেহেতু তাদের বাড়তি দামে খাবার কিনতে হয়। এবার সেই অসুবিধায় পড়তে হচ্ছে না ক্রিকেটভক্তদের। তাদের জন্য ইসিবির পক্ষ থেকে গ্যালারিতে বিনামূল্যে ইফতার বক্স সরবরাহ করা হবে।

এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া পোস্টে ইসিবি জানিয়েছে, ‘রমজানের সত্যিকারের চেতনাকে সমুন্নত রাখতে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে। যা শুরু হবে ২ মার্চ রোববার ‘‘এ’’ গ্রুপে নিউজিল্যান্ড–ভারত ম্যাচের মধ্য দিয়ে। পবিত্র রমজান মাসে এটাই হবে প্রথম ম্যাচ। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগে ইফতারি বক্স সরবরাহ করা হবে।’

আগামীকাল (শনিবার) কিংবা পরশুদিন থেকে পবিত্র রমজান শুরু হতে পারে মধ্যপ্রাচ্যে। দুবাইতে রোববার হবে নিউজিল্যান্ড–ভারতের মধ্যকার গ্রুপপর্বের শেষ ম্যাচ। এ ছাড়া আগামী ৪ মার্চ সেখানেই হবে প্রথম সেমিফাইনালও। ভারতের জন্য সেমিফাইনাল ম্যাচটির সূচি নির্ধারিত থাকলেও, তাদের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। ‘এ’ গ্রুপ থেকে ইতোমধ্যে ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করেছে।

অন্যদিকে, ‘বি’ গ্রুপ থেকে ইংল্যান্ড বাদে বাকি ৩ দলই আছে সেমির দৌড়ে। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান জিতলে তারা সেরা চার নিশ্চিত করবে। আর যদি অস্ট্রেলিয়া জিতে তাহলে তাদের সঙ্গে দক্ষিণ আফ্রিকাও উঠে যাবে সেমিফাইনালে। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। অস্ট্রেলিয়া হারলেও তাদের সেমির পথ খোলা থাকবে, যদি শেষ ম্যাচে ইংলিশরা জিতে তখন অজি ও প্রোটিয়া উভয় দলের পয়েন্ট হবে সমান ৩। সেক্ষেত্রে দেখা হবে নেট রানরেট।

Share this news on:

সর্বশেষ

img
‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরলেন নাহিদ ইসলাম Feb 28, 2025
img
বৃষ্টিতে ঝুলে রইল আফগানিস্তানের স্বপ্ন, সেমিতে অস্ট্রেলিয়া Feb 28, 2025
img
নেইমারের কাছে পেনাল্টি নেওয়ার কৌশল শিখেছিলেন মেসি Feb 28, 2025
img
ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা ঘোষণার পথে ট্রাম্প Feb 28, 2025
img
নিম পাতা দিয়ে চুলের খুশকি রোধের ঘরোয়া উপায় Feb 28, 2025
img
সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে জাতি শক্তিশালী হয় না : কাদের গনি চৌধুরী Feb 28, 2025
img
সুনীল শেট্টি : মাথায় বন্দুক ধরে হাতকড়া পরানো হয় Feb 28, 2025
img
সম্মেলনে সেকেন্ড রিপাবলিক গড়ার ডাক দিলেন নাহিদ ইসলাম! Feb 28, 2025
img
শনিবারে সৌদি আরবে রোজা শুরু Feb 28, 2025
img
ফ্রান্স-ইতালি সীমান্তে প্রাণ গেছে বাংলাদেশিসহ ৪৮ অভিবাসীর। Feb 28, 2025