প্রকাশ পেয়েছে শাকিব খানের পরবর্তী সিনেমা ‘বরবাদ’র টিজার। ১ মিনিট ৪৪ সেকেন্ডের এই টিজার ভিডিওটি শাকিব খান নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, যেখানে তার ভয়ংকর রূপ দেখা গেছে।
এবার বরবাদের টিজারের বিষয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এক অনুষ্ঠানে তিনি উল্লেখ করেছেন যে, ‘সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম, ভেঙেচুরে।’
শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা রইলো উল্লেখ করে বুবলী বলেন, তার ‘বরবাদ’ ছবির টিজার বের হয়েছে। ভেঙেচুরে একদম সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে। আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা।’
‘অসাধারণ নির্মাণ, শাকিব খানের উপস্থাপন দুর্দান্ত। বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা।’
তার কথায়, ‘শাকিব খান আমাদের বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার। তিনি অনেক বছর ধরে কাজ করছেন।’
প্রসঙ্গত, রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে এ সিনেমা প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি। ১৮ কোটি টাকার প্রযোজনা বাজেটে নির্মিত এটি বাংলাদেশি চলচ্চিত্রগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল।