নতুন দল আত্মপ্রকাশের ঘোষণা দিলেন নাহিদ ইসলাম। যেখানে সেকেন্ড রিপাবলিক গড়ার ডাক দিয়েছেন তিনি। পাশাপাশি গণপরিষদ নির্বাচন দিয়ে নতুন সংবিধান প্রণয়নেরও আহ্বান জানিয়েছেন তিনি। এটিই নতুন এই রাজনৈতিক দলের অন্যতম প্রধান লক্ষ বলে জানান নাহিদ।
তিনি বলেন, আজকের এই মঞ্চে দাড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই। অতীতের ইতিহাসকে অতিক্রম করে সামনের কথা বলতে চাই। সামনের সম্ভাবনার বাংলাদেশে নতুন সম্ভাবনার কথা বলতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষেই আমরা এখানে উপস্থিত হয়েছি বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, অভ্যুত্থানে ছাত্র জনতার মাঝে স্লোগান উঠেছিলো, তুমি কে আমি কে বিকল্প বিকল্প। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছে। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনই বিভাজিত করা যাবে না।
বাংলাদেশে ভারতপন্থী বা পাকিস্তান পন্থী রাজনীতির ঠাই হবে না। বাংলাদেশ ও বাংলাদেশের জনগনের স্বার্থকে সামনে রেখে ভবিষ্যতে রাজনীতি ও রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জানান নাহিদ।
গন পরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রনয়ন দলটির অন্যতম প্রধান প্রাথমিক লক্ষ বলে জানান নাহিদ ইসলাম। বলেন, আমাদের স্বরন রাখতে হবে, হাজার শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকারকে হঠিয়ে একটি নতুন সরকাকে বসানোর জন্যই ঘটেনি। রাষ্ট্রের আষ্টেপৃষ্ঠে জেকে বসা ফ্যাসিবাদী ব্যাবস্থা বিলোপ করে জনগনের অধিকার ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত করার প্রত্যায় ব্যাক্ত করেন তিনি। সেই লক্ষ নিয়েই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি প্রতিষ্ঠা করা হয়েছে।
এসময় তার দলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। যেখানে উঠে আসে ১৯৪৭ এর দেশ ভাগ, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ এর আন্দোলন সহ মুক্তিযুদ্ধ পরবর্তী নানা গন আন্দোলনের কথা। তিনি বলেন, স্বাধীনতার ৫ দশক পেরিয়েও আমরা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন কোন বন্দোবস্ত করতে পারিনি। বরং বিগত ১৫ বছর একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছিলো। যা বিলোপে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা কামনা করেন নাহিদ।