রমজানকে সামনে রেখে বাজারে বিক্রি বেড়েছে ভোগ্যপণ্যের। যার প্রভাবে বেড়েছে মুরগি, মাছ ও মাংসের দাম। বাড়তি রয়েছে লেবু, শসা ও বেগুনের দামও। তবে রোজার পণ্য খেজুর, ছোলা, ডাল ও চিনির দাম কমতির দিকে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কারওয়ানবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে দেশি মুরগির দাম কেজিতে ৫০-৬০ টাকা বেড়েছে। ১০ টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ২০০ টাকা। তবে দাম বাড়েনি সোনালি মুরগির। গত সপ্তাহের দামেই ২৮০-৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
তবে কেজিপ্রতি ৭৫০ টাকার গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকায় আর ১১০০ টাকার খাসির কেজি বিক্রি হচ্ছে ১২৫০-১৩০০ টাকায়।
অন্যদিকে মাছের বাজারও চড়া। চিংড়ি, কই, শিং, তেলাপিয়া, রুই ও পাঙাশ মাছের দাম কেজিতে ২০-৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
আলু ও পেঁয়াজের দামও কেজিতে ৫ টাকা বেড়েছে। আলু ২৫, পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। দ্বিগুণ দাম বেড়ে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। ১০-২০ টাকা বেড়ে প্রতি কেজি হাইব্রিড শসা বিক্রি হচ্ছে ৫০-৬০ আর দেশি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। লেবু প্রতি হালি মানভেদে ৪০-৮০ টাকা রাখছেন বিক্রেতারা।
গত বছরের একই সময়ের তুলনায় খানিকটা দাম কমে রমজানের পণ্য ছোলার কেজি ১০০-১১০ টাকা, চিনি ১১৫-১২০ টাকা, বেসন মানভেদে ৮০-১২০ টাকা, মসুর ডাল ১১০ টাকা আর এংকর ডাল বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজিতে।
বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থিতিশীল রয়েছে চিড়া, মুড়ি, ও গুড়ের দাম। কিছুটা কমতির দিকে খেজুরের দামও।