পবিত্র রমজান উপলক্ষে অপরাধ নিয়ন্ত্রণে আজ থেকেই রাজধানীতে অলআউট অ্যাকশনে যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংস্থাটির প্রধান, অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার (১ মার্চ) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, রমজান মাসজুড়ে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করবে ডিবি পুলিশ। ছদ্মবেশে অবস্থান নিয়ে অপরাধ সংঘটিত হওয়ার আগেই অপরাধীদের চিহ্নিত করার কার্যক্রম চলছে।
ইতিমধ্যে সংঘটিত অপরাধ বিশ্লেষণ করে রেজাউল করিম মল্লিক বলেন, বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্যরা অপরাধে জড়াচ্ছে। পাশাপাশি ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীদেরও কিছু অপরাধে উসকানি দেওয়ার তথ্য পাওয়া গেছে। এ পর্যন্ত বেশ কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে।
অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে ডিবি প্রধান বলেন, রমজান মাস উপলক্ষে নগরীর ব্যাংক, শপিংমল, লঞ্চ টার্মিনাল, বাসস্ট্যান্ড ও বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা যেমন সাধারণ মানুষের জন্য আস্থার প্রতীক হতে চাই, তেমনই অপরাধীদের জন্য আতঙ্ক। ছোট অপরাধ বড় অপরাধের জন্ম দেয়— তাই আমরা অপরাধ ও অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।”