রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে সাতক্ষীরায় চালু হয়েছে সুলভ মূল্যের বিশেষ বাজার। এখানে গরুর মাংস, দুধ ও ডিম সাশ্রয়ী দামে বিক্রি করা হচ্ছে, যা অনেকের জন্য বড় স্বস্তির সুযোগ এনে দিয়েছে।
শনিবার (১ মার্চ) সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে এই বিশেষ বাজারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। সাতক্ষীরা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।
মাত্র ১০০ টাকায় গরুর মাংস!
এই বাজারে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, দুধ ৭০ টাকা লিটার, এবং ডিম ৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হচ্ছে। তবে বিশেষ সুবিধা হিসেবে মাত্র ১০০ টাকায়ও গরুর মাংস কেনার সুযোগ থাকছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস বলেন, "রমজানে স্বল্পমূল্যে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই বাজারের মাধ্যমে মানুষ কম খরচে গরুর মাংস, দুধ ও ডিম ক্রয় করতে পারবে।"
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এক ক্রেতা আব্দুল কাদের বলেন, "বর্তমানে নিত্যপণ্যের দাম চড়া। এই বাজার আমাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে।"
রমজানজুড়ে চালু থাকা এই বিশেষ বাজার সাধারণ মানুষের জন্য কতটা সহায়ক হয়, তা সময়ই বলে দেবে!