মুন্সীগঞ্জে থানা ফটকে বিক্ষোভ, লিখনের সন্ধান চেয়ে পুলিশকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

রাজধানী ঢাকার ওয়ারী এলাকা থেকে মুন্সীগঞ্জে এসে নিখোঁজ হওয়া যুবক মো. সাইফুল ইসলাম লিখনের (৩৩) সন্ধান চেয়ে মানববন্ধন ও থানা ফটকে বিক্ষোভ করেছেন তার স্বজন এবং স্থানীয়রা। এ সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জানান, সাইফুল ইসলাম লিখনকে উদ্ধার না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।

শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে কামরখাড়া ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর তারা সদর থানা ফটকে গিয়ে বিক্ষোভ করেন।

মানববন্ধনে, নিখোঁজ যুবকের স্বজনসহ এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে যুবকের সন্ধান চেয়ে নানা স্লোগান দেওয়া হয়। এ সময় স্বজনদের কান্নার রোল পড়ে যায়। পরে সেখান থেকে মিছিল নিয়ে সদর থানা ফটকে অবস্থান গ্রহণ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় পুলিশ আশ্বাস দিলে তারা সরে আসেন।

নিখোঁজ লিখনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামরখাড়া গ্রামে। পরিবারের সঙ্গে বসবাস করতেন ঢাকার ওয়ারীতে।
নিখোঁজ যুবক লিখনের বাবা মো. দুলাল হাওলাদার জানান, মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার বন্ধু সাদ্দাম হোসেন সম্রাটের দাওয়াতে গত ৬ ফেব্রুয়ারি ঢাকার ওয়ারীর বাসা থেকে রওনা হন তার ছেলে। মুন্সীগঞ্জ শহরে আসার পর ওইদিন রাত ৮টার পর থেকে লিখন নিখোঁজ হয়। ২৩ দিন ধরে নিখোঁজ থাকলেও তার ছেলের কোনো সন্ধান পাচ্ছেন না।

বাবা দুলাল হাওলাদার আরও জানান, ছেলে নিখোঁজের ঘটনায় গত ৭ ফেব্রুয়ারি তিনি মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর তার সন্ধান না পেয়ে গত ১৩ ফেব্রুয়ারি সাদ্দাম হোসেন সম্রাটসহ ৬ বন্ধুর নাম উল্লেখ করে অপহরণ মামলা দায়ের করেন তিনি।

নিখোঁজ লিখনের বড় বোন ফাতেমা বলেন, আমার ভাই ২৫ দিন ধরে নিখোঁজ। এর আগেও আমরা মানববন্ধন করেছি, পুলিশ কিছুই করতে পারেনি। আমরা সন্দেহভাজন আসামিদের নাম দিয়েছি, তারা তাদেরও জিজ্ঞেসাবাদ করেনি। আমরা পুলিশ প্রশাসনকে এখন ৪৮ ঘণ্টা টাইম দিয়েছি, তা না হলে আবারও ঘেরাও কর্মসূচি করবো।

এ ব্যাপারে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, আমার থানার পুলিশ ও ডিবি যুবকের খোঁজে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রথমে নিখোঁজের ঘটনায় জিডি হয়। পরবর্তীতে কিছু তথ্য প্রমাণ পেয়ে একটি অপহরণ মামলা রুজু করেছি। ইনশাল্লাহ আমরা একটা খবর দিতে পারবো।

এ বিষয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, আমরা নিখোঁজের বিষয় তদন্ত করছি। তদন্তে যাদের জরিত পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে। 

Share this news on:

সর্বশেষ

img
ভালুকের আক্রমণে প্রাণ গেল মোটরসাইকেল চালকের Jul 04, 2025
img
বিয়ের আগের দিন ক্যাম্পাসে এসে আটক জবি ছাত্রলীগ নেতা Jul 04, 2025
img
রাজনীতিতে যোগ দিয়ে ‘সাকিব ও মাশরাফির মতো আমিও ভুল করেছি’ Jul 04, 2025
img
দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজগুলো বাদ দেওয়ার আহ্বান ক্লাসেনের Jul 03, 2025
img
এইচএসসি পরীক্ষায় নকল করায় একই কলেজের ১০ শিক্ষার্থীকে বহিষ্কার Jul 03, 2025
img
সীমান্তে হত্যাকাণ্ড পঞ্চাশ বছরেও কোনো সরকার বন্ধ করতে পারে নাই : নাহিদ ইসলাম Jul 03, 2025
img
পনেরো বছর পর গানে ফিরলেন শঙ্কর চক্রবর্তী Jul 03, 2025
img
‘বর্ডার ২’ করলেও ভবিষ্যৎ অনিশ্চিত দিলজিতের Jul 03, 2025
স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরও বৈবাহিক সম্পর্ক;শ্রীঘরে মানবাধিকার কর্মী Jul 03, 2025
বিচার বিভাগের সংস্কার নিয়ে যে জটিলতার কথা জানালেন তারেক Jul 03, 2025
ছোট উদ্যোক্তাদের বিপদে ফেলতে পারে বিটিআরসি নীতি, অভিযোগ বিএনপির Jul 03, 2025
যেকারনে হোয়াইট হাউস থেকে বেড়িয়ে যেতে হয় জাকারবার্গকে Jul 03, 2025
মাত্র ৮ মাসেই বদল পররাষ্ট্র সচিব, নীতিহীনতায় অচল মন্ত্রণালয়! Jul 03, 2025
চাঁ'দা না পেয়ে রাজবাড়ী বালু ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম Jul 03, 2025
সুভাষ ঘাইয়ের নতুন সিনেমায় ‘হিরোইন’ চরিত্রে অভিনেতা রীতেশ Jul 03, 2025
img
নতুন চমকের আভাস দিলেন রণবীর সিং Jul 03, 2025
বাংলা নাটকে দর্শকপ্রিয়তার শীর্ষে যে ছয়জন অভিনেত্রী I Jul 03, 2025
ইনজুরি থেকে ফিরে তাসকিনের রাজকীয় প্রত্যাবর্তন Jul 03, 2025
শিশুর নাম রাখার ক্ষেত্রে যা করা যাবে না Jul 03, 2025
img
প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হবে : শিক্ষা উপদেষ্টা Jul 03, 2025