ময়মনসিংহে যাত্রীবেশে চালকের সঙ্গে নামাজ পড়ে অটোরিকশা ছিনতাই
মোজো ডেস্ক 07:20PM, Mar 01, 2025
ময়মনসিংহের নান্দাইলে দুইজন যাত্রী অটোরিকশায় উঠে যাত্রীবেশে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। তারা আগে জুমার নামাজ আদায় করে পরে চালককে ফাঁদে ফেলে অটোরিকশাটি ছিনতাই করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনও অটোরিকশাটি উদ্ধার করতে পারেনি।
অটোচালক আওয়াল জানান, শুক্রবার দুপুরে নান্দাইলের চৌরাস্তা বাসস্ট্যান্ড থেকে নান্দাইল সদরে যাওয়া ও আসা বাবদ ২০০ টাকা ভাড়ায় নান্দাইল সদরে আসেন।
জুমার নামাজের সময় হলে আওয়াল নামাজ পড়বেন বলে যাত্রীদের অপেক্ষা করতে বলেন। যাত্রীও নামাজ পড়বেন বলে তার সাথে উপজেলা পরিষদ জামে মসজিদে প্রবেশ করেন। নামাজ শেষে ফের অটোতে আসেন। পড়ে যাত্রীর কথা মতো উপজেলা পরিষদের পেছনে একটি জায়গায় নিয়ে অটো রাখেন।
এ সময় এক যাত্রীকে অটোতে বসিয়ে অন্য যাত্রী চালককে সাথে নিয়ে কাছে একটি বাড়িতে যান কিছু ফার্নিচার আনতে। ওই যাত্রী চালককে অন্য একটি বাসায় যেতে বলে লাপাত্তা হয়ে যান। পরে চালক নিজের অটোরিকশার কাছে এসে দেখেতে পান অটোতে বসা যাত্রী ও অটো নেই।
অটোচালক আওয়াল বলেন, ‘এক লাখ ৮০ হাজার টেহা দিয়া অটোরিকশাটি কিনছিলাম।