ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুরবাড়িতে স্ত্রী ও শ্যালিকাকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আমীর হোসেনে নামে এক ব্যক্তির বিরুদ্ধে শ্বশুরবাড়িতে স্ত্রী ও শ্যালিকাকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২ মার্চ) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অবিযুক্ত আমীর উধাও হন।

নিহতরা হলেন, ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে জ্যোতি আক্তার (২৪) ও স্মৃতি আক্তার (১৩)। এরমধ্যে জ্যেতি আমীর আলীর স্ত্রী ও স্মৃতি শ্যালিকা। অভিযুক্ত আমীর আলী জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে। দেড় বছর আগে জ্যোতির সঙ্গে তার বিয়ে হয়।

তবে কী কারণে তাদেরকে হত্যা করা হয়েছে এ বিষয়ে পরিবারের লোকজন বা স্থানীয়রা নিশ্চিত করে বলতে পারেননি। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওই এলাকার সাবেক ইউপি সদস্য মো. ইউনুস পাঠান জানান, খবর পেয়ে তারা এসে বিছানায় মরদেহ দেখতে পান। দুই বোনের শরীরে আঘাত না থাকায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজন বলছেন, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিল। রাত একটার পর এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছেন তারা।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কীভাবে কী হয়েছে সেটা জানার চেষ্টা করছি। আমীর হোসেন একসপ্তাহ আগে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার পর তিনি উধাও হন। কিন্তু কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি।

Share this news on:

সর্বশেষ

img
সাভারে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে মারধর May 18, 2025
img
লামায় মাটি খুঁড়ে উদ্ধার ‘লুট হওয়া’ ১৮ লাখ টাকা, গ্রেফতার ৫ May 18, 2025
img
যেখানে মাহুতদের নিয়ে গড়ে উঠেছে আলাদা একটি গ্রাম! May 18, 2025
বিসিবিতে আবারও দুদকের অভি'যান, খতিয়ে দেখবে আর্থিক অনিয়ম May 18, 2025
বাংলাদেশ বাদ! যে পথে ভারতে যুক্ত হবে সেভেন সিস্টার্স May 18, 2025
img
গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে প্রাণ গেল ১ জনের May 18, 2025
img
রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ জনের May 18, 2025
img
চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই নেতাকে বহিষ্কার May 18, 2025
img
হজযাত্রীদের সুরক্ষায় সৌদির নতুন উদ্যোগ May 18, 2025
img
তামিমের ৯ বছর পর টি-টোয়েন্টিতে ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরি May 18, 2025