চট্টগ্রাম জেলার প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভূমি অফিস থেকে তৃতীয় শ্রেণির ৬৪ কর্মচারীকে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে স্বছ বদলি লটারি সভা আয়োজন করা হয়। এই লটারিতে যে কর্মচারীগণ ৩ বছরের অধিক একই শাখায় কাজ করছেন তাদের বদলি ও পদায়ন করা হয়। লটারিতে মোট ৬৪ কর্মচারীকে বদলি করা হয়।
জানা যায়, স্বচ্ছ বক্সে উন্মুক্ত লটারির মাধ্যমে কর্মচারীরা নিজেরাই নিজেদের বদলি ভাগ্য নির্ধারণ করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসকগণ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
এর আগে ২৪ সালের ১২ ডিসেম্বর চট্টগ্রাম জেলায় রাজস্ব প্রশাসনে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের পদায়ন লটারির মাধ্যমে করা হয়। জেলা প্রশাসনের ইতিহাসে প্রথমবারের মতো এরকম একটি ব্যতিক্রমী ও স্বচ্ছ বদলির পদক্ষেপ সাড়া ফেলে সবখানে।
এসএন