২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে থাকছে নতুন এক চমক। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর মতে, যা হবে ফিফা বিশ্বকাপের জন্য ঐতিহাসিক এক মুহূর্ত। ভাঙতে যাচ্ছে বিশ্বকাপের দীর্ঘদিনের ঐতিহ্য। ফাইনালের বিরতিতে প্রথমবারের মতো ‘শো’ আয়োজনের উদ্যোগ নিয়েছে ফিফা।
আগামী বছর ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ২০২৬ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে হবে বিশ্বকাপের ফাইনাল।
দেশটির ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) ফাইনাল সুপার বৌলের মাঝ বিরতিতে ‘শো’ আয়োজন করে থাকে কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় বিশ্বকাপের ফাইনালেও ‘শো’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
ফুটবল ম্যাচের মাঝ বিরতিতে সময় দেয়া হয় মাত্র ১৫ মিনিট। তবে বিশ্বকাপের ফাইনালের মাঝ বিরতিতে যদি ‘শো’ আয়োজন করা হয়, তাহলে সেই সময়টা বাড়ানো হবে কি না সে বিষয়ে কিছু বলেননি ফিফা প্রেসিডেন্ট। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্ট্রাগামে কয়েক জন শিল্পীর পারফর্ম করার কথা বলেছেন ইনফান্তিনো।
‘নিউ জার্সিতে ফিফা বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো মাঝ বিরতিতে অনুষ্ঠান করা হবে, এটা আমি নিশ্চিত করছি। ফিফা বিশ্বকাপের জন্য এটা ঐতিহাসিক একটি মুহূর্ত এবং বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের উপযোগী একটি অনুষ্ঠান আয়োজন করা হবে।’