কোথায় কোচিং করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম হওয়া সাইফা। এটা নিয়ে টানাটানি শুরু হয়েছে কোচিং সেন্টার গুলোর মধ্যে। ফোকাস দাবি করছে সাইফা তাদের। আবার উদ্ভাসও বলছে তাদের। অবশ্য কোচিং সেন্টারগুলোর এই বিতর্কের অবসান করেছেন সাইফা নিজেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন রাজধানীর রাজধানীর হলিক্রস কলেজের শিক্ষার্থী সাইফা বিনতে ওয়ারিশ। তিনি জানান, তিনি কোচিং সেন্টার ফোকাসের মৌচাক শাখার শিক্ষার্থী ছিলেন।
ভিডিও বার্তায় ওই শিক্ষার্থী আরো স্পষ্ট করে জানান, এডমিশন কোচিংয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ফোকাসের শিক্ষার্থী ছিলেন। আমি অফলাইন বা অনলাইনে অন্য কোন কোচিংয়ের সাথে যুক্ত ছিলেন না।
প্রতি বছরই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথমস্থান অধিকারীদের নিয়ে শুরু হয় কাড়াকাড়ি। একাধিক কোচিং সেন্টার ওই প্রথমস্থান অধিকারীকে নিজেদের কোচিংয়ের শিক্ষার্থী দাবি করা শুরু করে।
কোন কোচিং কেমন, কাদের টিচার সেরা, কোন কোচিংয়ের সিলেবাসে প্রশ্ন বেশি কমন পড়ে, কাদের পড়ানোর টেকনিক ইউনিক। এসব নিয়ে শুরু হয় প্রতিযোগীতা। এখানে ঢাবির খ বিভাগে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা সাইফা বিনতে ওয়ারিশ কে নিয়ে ক্রেডিটবাজি শুরু হয়।
এবারো ফোকাস কোচিং সেন্টারের পাশাপাশি উদ্ভাস কোচিং সেন্টারকে সাইফার ছবি ব্যবহার করে তাকে নিজেদের শিক্ষার্থী দাবি করতে দেখা গেছে। নিজেদের কোচিংয়ের শিক্ষার্থী প্রমাণ করতে উদ্ভাসের রেজিস্ট্রেশন নম্বরও উল্লেখ করে পোস্টারে। সেই ভুয়া পোস্টার ফেসবুকে শেয়ার করেই ব্যাঙ্গাত্মক ভাবে কেউ কেউ লিখেছেন “সাইফা তুমি কার?”
টিএ/