সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটের আলুবাড়ি সংলগ্ন ভারত সীমান্তের অভ্যন্তরে শাহেদ আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের মরদেহ ভারতের সীমান্তরক্ষী বিএসএফেএর সহায়তায় মেঘালয় রাজ্য পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে বলে নিহত শাহেদের স্বজনরা দাবি করেছেন।

শুক্রবার (৭ মার্চ) সকালে ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরী বাঁশকোনা এলাকার ১৩১৯নং পিলারের অভ্যন্তরে শাহেদের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে বলে জানতে পারেন নিহতের পরিবার।

নিহত শাহেদ আহমদ সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মশাহিদ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শাহেদ গতকাল বৃহস্পতিবার রাত ৭টার দিকে কাজের উদ্দেশে আরও বেশ কয়েকজনের সঙ্গে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করে। বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফিরলে শুক্রবার সকাল থেকে শাহেদ আহমদের পরিবারের লোকজন ও স্বজনরা তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তারা জানতে পারেন শাহেদ আহমদের বুকে গুলিবিদ্ধ লাশ ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরী বাঁশকোনা এলাকার ১৩১৯নং পিলারের অভ্যন্তরে পড়ে রয়েছে।

শাহেদ আহমদের লাশ উদ্ধারের জন্য সীমান্তবর্তী লোভাছড়া বিজিবি ক্যাম্পের স্মরণাপন্ন হলে আইনি জটিলতা থাকায় তারা নিহতের লাশ উদ্ধার করতে পারেননি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানার পর তিনি বিজিবিকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তবে শাহেদ আহমদের লাশ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়ায় সে দেশের পুলিশ লাশ তাদের হেফাজতে নিয়ে যায়।

স্থানীয়রা ধারণা করছেন, মাঝে মধ্যে ভারত থেকে অবৈধভাবে চিনি ও অন্যান্য পণ্যসামগ্রী বহনের জন্য সীমান্ত এলাকায় অনেকে ভারতে অনুপ্রবেশ করে থাকেন। বৃহস্পতিবার গভীর রাতে ভারতের লাইজুরি এলাকায় গুলির শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে- অবৈধ অনুপ্রবেশ করায় গভীর রাতে ভারতীয় বিএসএফ কিংবা অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে শাহেদ আহমদ নিহত হয়েছেন। তার বুকে গুলির আঘাত রয়েছে বলে নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন।

লোভাছড়া বিজিবি ক্যাম্পে যোগাযোগ করা হলে জানানো হয়, শাহেদ আহমদ নামে এক যুবকের লাশ ভারতের অভ্যন্তরে পড়ে থাকার সংবাদ তারা পেয়েছেন। থানা পুলিশ শাহেদ আহমদের লাশ উদ্ধারে এগিয়ে এলে বিজিবি এক্ষেত্রে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তার লাশ আনার ব্যবস্থা করতে পারে বলে তারা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার কালবেলাকে জানান, ভারতের অভ্যন্তরে শাহেদ আহমদের লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে লাশ উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবিকে জানিয়েছেন।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল কালবেলাকে বলেন, শুনেছি শাহেদ আহমদ নামে এক যুবকের লাশ ভারতে পড়ে রয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে এলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাহেদ আহমদের লাশ ফিরিয়ে আনতে পুলিশের যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি আমরা করব।

আরএইচ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
স্ট্রাগল করতে করতে বয়স কেটে গেছে: রাখি সাওয়ান্ত Nov 06, 2025
img
এস আলমের লোকজন এখন নমিনেশন পাচ্ছেন : কর্নেল অলি Nov 06, 2025
img
প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দলের স্মারকলিপি দেবে আজ Nov 06, 2025
img
নিউইয়র্ক থাকবে অভিবাসীদের শহর হিসেবে, বললেন মামদানি Nov 06, 2025
img

সাদিক কায়েম

জুবায়ের ও সর্ব মিত্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কালচারাল ফ্যাসিস্টরা Nov 06, 2025
img
ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে জয় ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হাশমির Nov 06, 2025
img
বড় বাজেটের ভিড়ে ‘দ্য তাজ স্টোরি'র বাজিমাত Nov 06, 2025
img
রোহিত শর্মা ও বিরাট কোহলি ‘ভারতের রোনালদো-মেসি' : রশিদ লতিফ Nov 06, 2025
img
অ্যাশেজে অস্ট্রেলিয়ার দল নিয়ে সমালোচনা সাবেক অজি অধিনায়ক স্টিভ ওয়াহর Nov 06, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 06, 2025
নিউইয়র্কে নতুন ইতিহাস, জেন-জি ফার্স্ট লেডি রামা দুওয়াজি Nov 06, 2025
সিলেট-৫ আসনে ৩০ বছরের মধ্যে প্রার্থী নেই বিএনপির Nov 06, 2025
মনোনয়ন চাপে বিএনপি, বদল হতে পারে প্রার্থী তালিকা Nov 06, 2025
রাষ্ট্র সংস্কারের জায়গায় ফেল হলে চুপ থাকবো না: এসএম ফরহাদ Nov 06, 2025
আইনি নোটিশের পরও সমাধান হয়নি, মামলা দায়ের Nov 06, 2025
জন্মদিনের পোস্টে মেয়েকে শাসন করলেন শাহরুখ Nov 06, 2025
শাকিবের নেতৃত্বে ঢাকা ক্যাপিটালস এবারও হট ফেভারিট Nov 06, 2025
img
তারুণ্য নির্ভর ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির Nov 06, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

হলান্ড ও ফোডেনের দুর্দান্ত গোল, ডর্টমুন্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি Nov 06, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ব্রুজের মাঠে কোনোমতে হার এড়াল বার্সেলোনা Nov 06, 2025