খেজুর দিয়ে ইফতার করলে যে উপকার

মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি খেজুর, যা শুধু সুস্বাদু নয়, স্বাস্থ্যকর ও ভিটামিনসমৃদ্ধ একটি ফল। এটি খাদ্য ঘাটতি পূরণের পাশাপাশি শরীরকে শক্তি জোগায় এবং বিষ ও জাদু থেকে সুরক্ষা প্রদান করে। পবিত্র রমজানে সারা দিনের রোজার পর ইফতারে কিছু খেজুর খেলে ক্লান্তি ও দুর্বলতা দূর হয়ে যায়। ইফতারিতে খেজুর খাওয়া সুন্নত, কারণ রাসুল (সা.) নিজেও খেজুর দিয়ে ইফতার করতেন এবং হাদিস শরিফে এর নির্দেশনা রয়েছে।

খেজুর দিয়ে ইফতার করার ব্যাপারে হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যখন তোমাদের কেউ ইফতার করে, সে যেন খেজুর দ্বারা করে। কেননা তাতে বরকত ও কল্যাণ রয়েছে।’ (মেশকাত: ১৮৯৩)। অন্য হাদিসে রয়েছে, আনাস বিন মালেক (রা.) বর্ণনা করেছেন, ‘রাসুলুল্লাহ (সা.) নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন। যদি কাঁচা খেজুর না থাকত, তাহলে শুকনো খেজুর দিয়ে। যদি শুকনো খেজুরও না থাকত, তাহলে কয়েক ঢোক পানি দিয়ে।’ (তিরমিজি: ৬৩২)।

শুধু রমজানই নয়, অন্যান্য দিনেও খেজুর শরীরের বিশেষ পুষ্টিদানকারী খাবার। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজওয়া খেজুর খাবে, বিষ ও জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না।’ (বোখারি ও মুসলিম)। সুতরাং পুষ্টিগুণে ভরপুর এবং হাদিসের নির্দেশনায় খেজুর মানুষের জন্য অনেক উপকারী।

খেজুর দিয়ে ইফতার করার উপকারিতা হলো—১. কয়েকটি খেজুরই সাময়িক ক্ষুধা নিবারণে সহায়তা করে; ২. খেজুরে প্রচুর পরিমাণ ক্যালরি থাকায় দুর্বল স্বাস্থ্যের অধিকারী, সামান্য পরিশ্রমেই যারা পেরেশান হয়ে যায়, ইফতারে খেজুর খেলে তাদের দুর্বলতা কেটে যায় এবং রোজা রাখা সহজ হয়; ৩. শিশুর প্রয়োজনীয় পুষ্টির জন্য মায়ের বুকের দুধ বৃদ্ধিতে খেজুর কার্যকর ভূমিকা রাখে। ফলে শিশুকে বুকের দুধ খাওয়ানো মায়েদের স্বাভাবিকভাবে রোজা রাখা সহজ হয়; ৪. খেজুর হৃদরোগ, জ্বর ও পেটের পীড়ায় উপকারী এবং বলবর্ধক ওষুধ হিসেবে কাজ করে। ক্ষুধামান্দ্য ও কোষ্ঠকাঠিন্য দূরীকরণে খেজুরবিশেষ উপকারী; ৫. খেজুর পেটের গ্যাস, শ্লেষ্মা, কফ দূর করে, শুষ্ক কাশি, অ্যাজমা ও গ্যাসের জন্যও উপকারী; ৬. রোজাদারের পেট খালি থাকায় শরীরে গ্লুকোজের প্রয়োজনীয়তা দেখা দেয়। খেজুর সেটা দ্রুত পূরণে সাহায্য করে।

বলা হয়ে থাকে, বছরে যতগুলো দিন আছে, খেজুরে তার চেয়েও বেশি গুণ রয়েছে। খেজুর যেমনি সুস্বাদু তেমনি পুষ্টিকর ফল। খেজুর খাওয়ার বৈজ্ঞানিক কারণ অনেক। যেমন—খেজুরের পুষ্টিগুণ প্রচুর। খেজুরে সুগারের পরিমাণ এত বেশি থাকে যে, এক কামড়েই অনেকটা এনার্জি পাওয়া যায়। এর মধ্যে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফাইবার, গ্লুকোজ, ম্যাগনেশিয়াম ও সুক্রোজ থাকে। যে কারণে খেজুর খাওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যে শরীরে এনার্জি বেড়ে যায়। সারা দিন উপোস করে শরীরে যে ক্লান্তি আসে, তা দূর করে এনার্জি জোগাতে সাহায্য করে খেজুর। রোজা রাখলে সাধারণত অ্যাসিডিটি হয়। যার থেকে অস্বস্তি হতে থাকে। খেজুর শরীরে অ্যাসিডের মাত্রা বশে রেখে অস্বস্তি কমায়।

সারা দিন না খেয়ে থাকলে খাওয়ার সময় বেশি খেয়ে ফেলার প্রবণতা তৈরি হয়। তাই খেজুর খেয়ে রোজা ভাঙলে এর মধ্যে থাকা জটিল কার্বোহাইড্রেট হজম হতে বেশি সময় নেয়। ফাইবার থাকার কারণে পেট ভরা লাগে। তাই বেশি খাওয়ার আগেই পেট ভরে যায়। অনেকক্ষণ না খেয়ে থাকলে তা পৌষ্টিকতন্ত্রের কার্যকারিতায় ব্যাঘাত ঘটায়। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে। খেজুর শরীরে উৎসেচক ক্ষরণে সাহায্য করে। ফলে হজম ভালো হয়।

মহান রব আমাদের রমজানে স্বস্তি ও সুস্থতা দান করুন। আমিন।

Share this news on:

সর্বশেষ

img
টেক্সাসে আকস্মিক ভয়াবহ বন্যা, নিখোঁজ শত শত লোক Jul 09, 2025
img
বৃষ্টি আর জ্যাম মিলেমিশে একাকার: ইমন Jul 09, 2025
img
বিক্ষোভ দমনে শেখ হাসিনার নির্দেশেই গুলি? বিবিসির অনুসন্ধানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য Jul 09, 2025
img
ক্ষমতায় থাকার ইচ্ছা আমার নেই : উপদেষ্টা সাখাওয়াত Jul 09, 2025
img
দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ? Jul 09, 2025
img
শহীদদের কোনো দলের কর্মী বানাতে চাই না: ডা. জাহিদ হোসেন Jul 09, 2025
img
উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র Jul 09, 2025
img
নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড Jul 09, 2025
img
নরসিংদীতে কারখানা লুটপাটের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার Jul 09, 2025
img
হাওরের মানুষের সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা হবে : রিজওয়ানা হাসান Jul 09, 2025
img
রাশিয়ার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিল প্রেসিডেন্ট ট্রাম্প Jul 09, 2025
img
সাকিবের জন্য বিসিবির দরজা খোলা, বললেন চেয়ারম্যান ইফতেখার মিঠু Jul 09, 2025
img
গাজায় একদিনে প্রাণ গেল আরও অর্ধশতাধিক ফিলিস্তিনির Jul 09, 2025
img
ফিফা ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠল চেলসি Jul 09, 2025
img
ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড Jul 09, 2025
img
দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস Jul 09, 2025
img
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে প্রোটিয়াদের টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ড Jul 09, 2025
img
আজ মেঘাচ্ছন্ন থাকবে রাজধানীর আকাশ Jul 09, 2025
img
মানিকগঞ্জে ডোবার পানিতে ডুবে নিহত ১ Jul 09, 2025
img
ময়মনসিংহে গণঅধিকার পরিষদের নতুন ৫৫ সদস্যের কমিটি ঘোষণা Jul 09, 2025