রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ সড়কের একটি বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এছাড়া, বাড়িটির পাশেই 'শস্য প্রবর্তনা' নামের একটি প্রতিষ্ঠানের সামনে থেকে পেট্রোল বোমা সদৃশ দুটি বস্তু পাওয়া গেছে। ঘটনার পর পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে এবং সিটিটিসির বোম ডিজপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। জানা গেছে, প্রতিষ্ঠানটি মৎস ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ও চিন্তক ফরহাদ মজহারের মালিকানাধীন।
শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান জানান, মোহাম্মদপুরের 'প্রবর্তনা'র উত্তর পাশে বস্তু দুটি ঘিরে রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি, ডিবি ও সিটিটিসির বোম ডিজপোজাল ইউনিট কাজ করছে।
পরবর্তীতে বাড়িটির কাছে অবস্থান নেন র্যাবের সদস্যরা। ওই সময় তারা বিষয়টি খতিয়ে দেখেন এবং আশপাশের মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওই বাড়িতে থাকেন এক ব্যক্তি জানান, বাড়ির টিনের চালে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তখন সেখানে আগুন জ্বলে উঠে। তিনি জানান, রাস্তা থেকে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। তিনি আরও জানিয়েছেন, এক রিকশাচালক তাদেরকে আগুন লাগার ব্যাপারে অবহিত করেন। ওই রিক্সাচালক কালো শার্ট পরিহিত দুই ব্যক্তিকে পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখেছেন।