সিলেটের জালালাবাদে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
শুক্রবার (৭ মার্চ) রাত ১০টার দিকে বলাউড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বলাউড়া বাজার এলাকার কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুহেল আহমেদ এবং একই গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল মালেক।
জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ জানান, মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে রুহেল ও মালেক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।