ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের কাছে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
শনিবার রাত ১১টা ৩৬ মিনিটের দিকে ঘটে যাওয়া এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। স্টেশন মাস্টার মো. শাকির জাহান জানিয়েছেন, ‘ঝ’ বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। ঢাকা থেকে রাত ৯টায় ছেড়ে আসা যাত্রীবাহী মহানগর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের কাছে পৌঁছানোর পর দুর্ঘটনা ঘটে, যার কারণে ট্রেনটি বেশ ঝাঁকুনি অনুভব করে। তবে পরবর্তীতে লাইনচ্যুত বগিসহ ট্রেনটি ধীরে ধীরে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়।
ট্রেনটি স্টেশনে অবস্থান করায় অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। যে কারণে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেটের সঙ্গে রেলপথে যোগাযোগে ব্যাঘাত ঘটেনি।