রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭ বছর বয়সী কলেজ শিক্ষার্থী আরাফাত উদ্দিন নিহত হয়েছেন। এই ঘটনায় তার বন্ধু মো. শান্তও (১৭) আহত হয়েছেন। নিহত আরাফাত নারায়ণগঞ্জের আদমজী এলাকার একটি কলেজের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় আরাফাত ও শান্তকে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, "মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত হয়েছে।"
মৃতের বন্ধু জুনায়েদ বলেন, "সংবাদ পেয়ে আমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি।"
অন্য বন্ধু তৌহিদ জানান, "দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে শুনেছি।"
তিনি আরও বলেন, "আরাফাত ডেমরার বামইল এলাকায় থাকতেন। তারা কোনো কাজে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় গিয়েছিলেন বলে জানতে পেরেছি। নিহতের পরিবারকে ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে।"