অধ্যাপক আরেফিন সিদ্দিকের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ, সিঙ্গাপুর নেওয়ার সম্ভাবনা
মোজো ডেস্ক 09:05AM, Mar 09, 2025
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধীনে লাইফ সাপোর্টে রয়েছেন । তার সার্বিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার (৮ মার্চ) ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসকরা এসব তথ্য জানিয়েছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, আরেফিন সিদ্দিককে এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল কিংবা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হতে পারে। একই সঙ্গে এসব হাসপাতালে ডকুমেন্টস পাঠানো হয়েছে। ঢাকার ডাক্তাররা অনুমতি দিলে এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে নিয়ে যাওয়া হতে পারে।