ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের স্বাস্থ্যের আরো অবনতি হওয়ায় আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন। বর্তমানে তাঁর ব্রেইন কাজ করছে না। রবিবার (৯ মার্চ) দুপুরে আরেফিন সিদ্দিকের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
সকালে তাঁকে দেখতে বিদেশ থেকে ছুটে আসেন আরেফিন সিদ্দিকের মেয়ে প্রোপা সিদ্দিক।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা সোয়া ২টার দিকে ব্যাংকের বুথে গিয়ে টাকাও তুলেছেন আরেফিন সিদ্দিক। এরপর তিনি ঢাকা ক্লাবে (রমনায়) যান এবং সেখানে দাঁড়িয়ে কথা বলতে বলতে পড়ে যান। এরপর তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসা শুরুর পর তাঁকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয় এবং লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন তিনি।
জানতে চাইলে চিকিৎসকদের বরাতে আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন বলেন, মাথায় রক্তক্ষরণ হয়েছে। ব্রেন কাজ করছে না।
তাঁর শারীরিক অবস্থা ভালো না। তবে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। চিকিৎসকরাও চেষ্টা করছেন। আমরা তাঁর শারীরিক সুস্থতা কামনা করছি।
এ ছাড়া আরেফিন সিদ্দিককে দেখতে আসা ব্যক্তিরাসহ তাঁর বন্ধু, শুভাকাঙ্ক্ষী, সাবেক সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁর সুস্থতা কামনা করছেন।
আরএ/এসএন