চলমান ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার কারণে প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় চেয়ে প্রথম ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল রিয়াল মাদ্রিদ। তবে সেই আবেদন নাকচ করে দিয়েছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।
রিয়াল মাদ্রিদের ২০২৪-২৫ মৌসুমের দীর্ঘ অভিযান শেষ হয়েছে চলতি সপ্তাহের শুরুতে ক্লাব বিশ্বকাপে বড় পরাজয়ের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
এই হার দিয়ে শিষ্যদের নিয়ে কিছুটা বিশ্রামে যাচ্ছেন কোচ জাবি আলোনসো। এরপরই আগামী মাসে শুরু হতে যাওয়া ২০২৫-২৬ মৌসুমের আগে দলটি আগস্টের শুরুতেই পুনরায় অনুশীলনে ফিরবে। লিগের প্রথম ম্যাচে ১৯ আগস্ট সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে খেলবে তারা। এই ম্যাচের সূচিতেই পরিবর্তন চেয়েছিল রিয়াল।
এই বিষয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর কাছে তেবাস বলেছেন, ‘এটা লা লিগার একক সিদ্ধান্ত নয়, তবে আমরা আগেই জানিয়ে দিয়েছি, ম্যাচের তারিখ পরিবর্তন হবে না।’
তেবাস আরো বলেন, ‘পিএসজি বা চেলসি কেউ তাদের লিগের প্রথম ম্যাচের তারিখ পরিবর্তন করেনি। রিয়াল মাদ্রিদ ২১ দিন সময় চেয়েছিল, তারা ২০ দিন পাচ্ছে। একদিন কম পেলে তারা ওসাসুনার বিপক্ষে হারবে, এমনটা মনে করি না।’
২০২৪-২৫ মৌসুমে একটি মেজর ট্রফিও জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। কেবল উয়েফা সুপার কাপ ও আন্তঃমহাদেশীয় কাপ জয়ই ছিল সান্ত্বনার। ফলে আগামী মৌসুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই কাজ শুরু করবেন আলোনসো।
কিন্তু শিষ্যদের পুরোপুরি প্রস্তুত করতে মাত্র তিন সপ্তাহ সময় পাচ্ছেন কোচ, যেখানে বার্সেলোনার মতো দলগুলো এক মাসেরও বেশি সময় ধরে প্রস্তুতি নিতে পারবে। প্রস্তুতির ঘাটতি মৌসুমের শুরুতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা থাকলেও, এই মুহূর্তে ক্লাবটির কিছুই করার নেই।
টিকে/