নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও ক্যাম্পাসে র্যালি করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আজ সোমবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়টি।
এসময় শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন। স্লোগানে, কবিতা পাঠে ও বক্তব্যের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানান ও ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি করেন।
সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণসহ নারীর প্রতি নিপীড়ন এবং সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানান বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ। তিনি বলেন, এ বিযয় নিয়ে কথা বলতে আমার খারাপ লাগছে।
নারী নির্যাতনের জন্য পোষাককে দায়ী করা ব্যাক্তিদের তীব্র সমালোচনা করে উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান বলেন, আইন উপদেষ্টা যে বক্তব্যে দিয়েছেন আমরা আগামী তিন মাসের মধ্যে আসিয়ার বিচারকার্য সম্পন্নের সেই বাস্তবায়ন চাই।
বক্তরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুততম সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবী করেন।
সমাবেশ উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. ইউনুছ মিয়া, বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য রুমানা হক রিতা, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হাসান, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।