দিনাজপুরে বিয়ের ৩ দিনের মাথায় নববধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেফতার
মোজো ডেস্ক 10:25PM, Mar 10, 2025
বিয়ের তিন দিনের মাথায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে স্বামী। দিনাজপুরের চিরিরবন্দরে এই ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত তানিয়া আক্তার (১৮) পার্বতীপুর উপজেলার কুড়িয়াইল গ্রামের আবু তালেবের মেয়ে। তিন দিন আগে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামের মো. আব্দুর রহিমের সঙ্গে বিয়ে হয়।
গতকাল রবিবার (৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের সদস্যদের জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুই পরিবারের আলোচনার মধ্যমে তানিয়া আক্তারের সঙ্গে পাশের উপজেলার দক্ষিণ হযরতপুর গ্রামের মো. আব্দুর রহিমের সঙ্গে বিয়ে হয়। শনিবার রাতে আব্দুর রহিমের বাড়ি থেকে তানিয়াকে নিজ বাড়িতে আনা হয়। রবিবার তানিয়াকে নিতে আব্দুর রহিমের বাড়ি থেকে লোকজন আসেন।
খাওয়া-দাওয়া শেষে তারা নতুন বউকে নিয়ে সন্ধ্যার আগে চলে যান। পরে রাত ৩টার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন জামাই রহিম মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে।
প্রাথমিকভাবে জানা গেছে মনোমালিন্যের জেরে স্বামী রহিম মুখ চেপে ধরে শ্বাসরোধ করে তার স্ত্রীকে হত্যা করেছে।
নিহতের পরিবারের সদস্যরা একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে চালান করা দিলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান। আসামিকে রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যার কারণ জানা যাবে।