অবরোধ শেষে ৬ দফা দাবি জানালেন শিক্ষার্থীরা

শাহবাগ মোড় অবরোধ করে রাখার পর জাতীয় জাদুঘরের সামনে ফিরে গেছেন রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা। সেখানে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। অবরোধ কর্মসূচি থেকে ধর্ষকের প্রকাশ্য শাস্তিসহ মোট ৬ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১টা ২০ মিনিটের দিকে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

অবরোধ চলাকালে সংবাদ সম্মেলনে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থী মো. নকীব সাদাত বলেন, এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল অন্যরকম। আমরা ভেবেছিলাম তাদের হাত ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু উল্টো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। একই সঙ্গে ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের পরিমাণও বেড়েছে। সেজন্য আমরা আজ অবরোধ কর্মসূচি পালন করছি। শিক্ষার্থীরা সবাই মিলে আমরা ছয়টি দাবি ঠিক করেছি। এগুলো অবিলম্বে মেনে নিতে হবে।
দাবিগুলো হচ্ছে —

১. ধর্ষকের শাস্তি জনসম্মুখে নিশ্চিত করতে হবে। যাতে সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করা যায়।

২. ধর্ষকদের বিরুদ্ধে প্রশাসনকে সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে। প্রয়োজনে অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

৩. যদি কোথাও ধর্ষণের ঘটনা ঘটে, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেপ্তার করা, মেডিক্যাল রিপোর্ট তৈরি করা এবং ভিকটিম ও সাক্ষীর সাক্ষ্য গ্রহণ নিশ্চিত করতে হবে। আর পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে যথাযথ প্রমাণের ভিত্তিতে ধর্ষকের ফাঁসি নিশ্চিত করতে হবে। এই প্রক্রিয়ার মধ্যে একটিতেও অসামঞ্জস্য থাকলে, সেটি গ্রহণযোগ্য হবে না। ধর্ষণ মামলার কার্যক্রম ত্বরান্বিত করতে ধর্ষিত নারী এবং পুরুষের স্পার্ম পরীক্ষা করার জন্য ল্যাবরেটরির সংখ্যা বৃদ্ধি করতে হবে।

৪. ধর্ষণের বিচার সালিশের মাধ্যমে করা যাবে না। এর বিচার নিশ্চিত করবে শুধুমাত্র রাষ্ট্র। সালিশি বিচার আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি অনৈতিক পন্থায় প্রশাসন কর্তৃক যদি ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি ছাড়া পায়, তবে তদন্ত অনুযায়ী কর্মকর্তাকে চাকরিচ্যুত করতে হবে।

৫. অপ্রাপ্ত বয়স্ক পুরুষ দ্বারা ধর্ষণের শিকার হলে সর্বোচ্চ ফাঁসি এবং অন্তত আমৃত্যু কারাদণ্ড কার্যকর করতে হবে।

৬. বর্তমানে চলমান সব ধর্ষণ মামলার বিচার আলাদা ট্রাইব্যুনাল গঠন করে ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জবাবদিহি করতে হবে।

অবরোধ কর্মসূচিতে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল কলেজ, উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ সরকারি কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ও হামদর্দ কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

আরএ/টিএ 


Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন উপলক্ষ্যে দেড় লাখ পুলিশকে ট্রেনিং করানো হবে: প্রেস সচিব Jul 28, 2025
img
অবশেষে বিশ্বকাপ বাছাইয়ে টিটি দলের নেপালের উদ্দেশ্যে যাত্রা Jul 28, 2025
img
আবু সাঈদ হত্যা মামলায় আসামিপক্ষের শুনানি কাল Jul 28, 2025
img
অলিম্পিকে নাম পাঠায়নি বাফুফে Jul 28, 2025
img
ড. ইউনূসের জন্য আমেরিকা ক্রমশ আবদ্ধ হয়ে যাচ্ছে: গোলাম মাওলা রনি Jul 28, 2025
জাতীয় ঐকমত্যে বিএনপি'র ওয়াক আউট Jul 28, 2025
বাংলাদেশের যুদ্ধবিমান পরিকল্পনায় অসন্তুষ্ট ভারত Jul 28, 2025
কমিটি স্থগিতে ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন তুষার Jul 28, 2025
যে ৩টি কাজ মৃত্যুর পরে কাজে আসবে Jul 28, 2025
img
শেখ হাসিনাকে কেন পুশ ইন করছে না ভারত, প্রশ্ন রিজভীর Jul 28, 2025
img
টিকটক পছন্দ করেন ডোনাল্ড ট্রাম্প! Jul 28, 2025
img
ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়ে মুসলিমদের উচ্ছেদ ও বাংলাদেশে বিতাড়ন করছে ভারত Jul 28, 2025
img
বাবর দেশপ্রেমিক রাজনীতিবিদ, তার বিরুদ্ধে এমন অভিযোগ অগ্রহণযোগ্য : রাফি Jul 28, 2025
img
এখন থেকে এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি : নীলা ইসরাফিল Jul 28, 2025
img
বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ও টেকসই উন্নয়নের দিকে নিতে চায় জামায়াত: গোলাম পরওয়ার Jul 28, 2025
img
নির্বাহী বিভাগের কর্তৃত্ব খর্ব করা চলবে না : সালাহউদ্দিন আহমেদ Jul 28, 2025
img
আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার Jul 28, 2025
img
বিদেশ ভ্রমণের আদেশে পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক করল সরকার Jul 28, 2025
img
ঝুঁকি নিয়ে আহতদের সেবা দেওয়া চিকিৎসকরা ‘জুলাই নায়ক’ : প্রধান উপদেষ্টা Jul 28, 2025
img
রণবীরের মুখে দীপিকার ‘ফোন ভাঙার’ কাহিনি Jul 28, 2025