অলিম্পিকে নাম পাঠায়নি বাফুফে

দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। আগামী পরশু দিন বিওএ’র বার্ষিক সাধারণ সভা। সেই সভার জন্য অলিম্পিক ডিসিপ্লিনের ২৪ ফেডারেশন দু’জন করে ও নন অলিম্পিক ৩ ফেডারেশন এক জন করে তাদের প্রতিনিধির নাম বিওএ’তে পাঠিয়েছে। বিওএ অধিভুক্ত ফেডারেশনগুলোর মধ্যে শুধু বাফুফে তাদের প্রতিনিধির নাম পাঠায়নি।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ওয়েবসাইটে গতকাল এজিএমের জন্য কাউন্সিলর তালিকা প্রকাশ হয়েছে। সেখানে বাফুফের পাশের ঘর শূন্য। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এবিএম শেফাউল কবীর বাফুফের বিষয়ে বলেন,‘বিওএ নির্দেশনা অনুসারে নাম প্রেরণ করলে আমরা গ্রহণ করব।’

কাউন্সিলর প্রেরণের ক্ষেত্রে ফেডারেশনগুলোর প্রতি বিওএ’র নির্দেশনা হচ্ছে নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্তের মাধ্যমে প্রেরণ। বাফুফে সম্প্রতি নির্বাহী সভা আয়োজন করেনি। আজ-কালের মধ্যেও করার কোনো ঘোষণা নেই। বাফুফে সূত্রের খবর, এই এজিএমে বাফুফে কোনো প্রতিনিধির নাম দিতে ইচ্ছুক নয়। সামনে বিওএ নির্বাচনের সময় তাদের প্রতিনিধির নাম প্রেরণ করবে।

বিওএ’তে ক্রিকেট বোর্ডের একটি কাউন্সিলরশিপ ছিল এতদিন। কারণ ক্রিকেট নন অলিম্পিক ডিসিপ্লিন। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তি হওয়ায় আগামী পরশু এজিএমে অলিম্পিক ডিসিপ্লিন হিসেবে ক্রিকেট বোর্ড দু’টি কাউন্সিলরশিপ পেয়েছে অন্য অলিম্পিক ডিসিপ্লিন ফেডারেশনের মতো। বিওএ’তে ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম। অন্য ফেডারেশনগুলো থেকে সভাপতি, সাধারণ সম্পাদকের নামই বেশি এসেছে কাউন্সিলর থেকে। সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু তায়কোয়ান্দো ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে অলিম্পিকে কাউন্সিলর হয়েছেন।

ফেডারেশনগুলোর মধ্যে শুধু বাফুফে নাম পাঠায়নি। আট বিভাগীয় ক্রীড়া সংস্থার মধ্যে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ থেকে নাম এসেছে। ঢাকা বিভাগ থেকে সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও সাবেক ক্রিকেটার নেয়ামুর রশীদ রাহুলের নাম এসেছে। পাঁচ বিভাগ থেকে কোনো নাম আসেনি। কিছু বিভাগে অবশ্য স্বীকৃতি কমিটিও নেই।

গতকাল প্রকাশিত বিওএ’র কাউন্সিলর তালিকায় রয়েছেন ৮২ জন। গঠনতন্ত্রে দুই জন অলিম্পিয়ানকে কাউন্সিলরের বিধান থাকলেও সাম্প্রতিক সময়ে সেটা অনুসরণ করতে দেখা যায়নি।

এবার গঠনতন্ত্র অনুসরণ করে দুই স্প্রিন্টার শিরিন আক্তার ও শুটার আব্দুল্লাহ হেল বাকীকে কাউন্সিলর করা হয়েছে। অ্যাথলেট কমিশন থেকে সাবেক অ্যাথলেট ফরহাদ জেসমিন লিটি ও গলফার সিদ্দিকুর রহমান কাউন্সিলর মনোনীত হয়েছেন।

বিওএ সভাপতির কোটায় কাউন্সিলর হয়েছেন বর্তমান কমিটির সহ-সভাপতি অঞ্জন চৌধুরি পিন্টু, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সানাউল হক (অব), জোবায়েদুর রহমান ও মেজর ইমরোজ আহমেদ (অব)। জোবায়েদুর রহমান রানা বিওএ নির্বাহী কমিটির সাবেক সদস্য। রানা এবং ইমরোজ ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটি এবং বিওএ গঠনতন্ত্র সংস্কার কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন সম্প্রতি।

পেট্রোন কোটায় কাউন্সিলর হয়েছেন আরচ্যারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, গিনেস বুক ওয়ার্ল্ডে নাম লেখানো সাবেক টিটি তারকা জোবেরা রহমান লিনু। এদের সঙ্গে রয়েছেন সাখওয়াত হোসেন ও মোখলেসুর রহমান-এরা ক্রীড়াঙ্গনে তেমন পরিচিত ব্যক্তিত্ব নন।

ইমিডিয়েট পাস্ট সেক্রেটারি জেনারেল হিসেবে এবার কাউন্সিলর হয়েছেন সাবেক মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ। যিনি সৈয়দ শাহেদ রেজার আগে মহাসচিব ছিলেন। বিগত এজিএমগুলোতে বর্তমান মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ইমিডিয়েট পাস্ট সেক্রেটারি জেনারেল হিসেবে কাউন্সিলর ছিলেন। এবার সেটা পরিবর্তন হয়েছে। 

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ইতিহাসের সবচেয়ে ধনী ব্যাক্তি, কেজিতে কেজিতে সোনা বিলানো ছিল যার নেশা Jul 28, 2025
img
৩ আগস্ট আমরা ঢাকায় জড়ো হচ্ছি : নাহিদ ইসলাম Jul 28, 2025
img
ব্রাজিলিয়ান ‘চ্যাম্পিয়ন’ কোচকে দলে নিল বসুন্ধরা কিংস Jul 28, 2025
img
বিজেপিতে হেরে এবার তৃণমূলে শ্রাবন্তী? Jul 28, 2025
img
ঢাকা ছেড়েছে ভারতীয় মেডিকেল টিম Jul 28, 2025
img
সবার জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি : জামায়াত Jul 28, 2025
এক মহান নবী ও এক রাণীর বিয়ের ইতিহাস | প্রতিদিনের ইসলামিক কার্টুন Jul 28, 2025
বাংলাদেশে স্টারলিংক চালু ড. ইউনূসের জন্য একটা বুমেরাং হয়ে গেছে Jul 28, 2025
img
এমন অবস্থা আর চলতে দেওয়া উচিত নয় : জামায়াত আমির Jul 28, 2025
img
'কারো রাজনৈতিক স্বার্থে নির্বাচনের আয়োজন করলে জনগণ মেনে নেবে না' জমায়াত নেতা বুলবুল Jul 28, 2025
img
দশম গ্রেডে উন্নীত হলেন ৬৫ হাজার শিক্ষক Jul 28, 2025
img
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সময় ভবনে ছিল ৫৯০ শিক্ষার্থী : অধ্যক্ষ Jul 28, 2025
img
‘আমার স্বামী যেন প্রধানমন্ত্রী না হয়ে যায়’, প্রতিদিন প্রার্থনা করেন পরিণীতি! Jul 28, 2025
img
বিমানের দাম্মামগামী ফ্লাইটে ত্রুটি, আকাশ থেকে ফিরল ঢাকায় Jul 28, 2025
img
পুতিনকে মাত্র ১০ দিনের সময় বেঁধে দিলেন ট্রাম্প Jul 28, 2025
img
প্রেম ব্যক্তিগত, সেটা গোপন রাখতে হয়— সৃজিতকে নিয়ে বললেন সুস্মিতা Jul 28, 2025
img
প্রধান উপদেষ্টাকে সৌদিতে আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ Jul 28, 2025
img
গাজা সত্যিকারের ক্ষুধা সংকটে ভুগছে : ট্রাম্প Jul 28, 2025
img
জুলাই সনদের খসড়া সব দলের কাছে পাঠানো হয়েছে: আলী রীয়াজ Jul 28, 2025
৪ বছর ধরে গৃহবন্দী, সৎ মা-বাবার নির্যাতনে মেধাবী মেয়েটি এখন মানসিক ভারসাম্যহীন Jul 28, 2025