কঠোর হচ্ছে সরকার, ‘অল আউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় ধর্ষণ, খুন, লুট ও ডাকাতি খবরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন জনগণ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছে, নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। তবে এবার আরো কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার।

‘অপরাধী যে হোক, ছাড় না দেওয়া’ নীতিতে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

নৈরাজ্য রুখতে মহানগরীর বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ ও র‌্যাব। ‘অল আউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি।

সরকারের কঠোর হওয়ার বার্তা দেওয়া হয়েছিল রবিবার (৯ মার্চ) আইন-শৃঙ্খলাবিষয়ক বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে।
ওই ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন, ‘দেশে যেই ঘটনা এখন চলছে এর সঙ্গে জড়িতরা যে ধর্ম, মত বা পথের হোক না কেন কেউ ছাড় পাবে না। সরকার এত দিন বিষয়টি সহ্য করলেও আজ থেকে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি পুলিশ চেকপোস্টসহ সিটিটিসি, এটিইউ, এপিবিএন ও র‌্যাবের টহলদল দায়িত্ব পালন করছে। গত ২৪ ঘণ্টায় (সোমবারের তথ্য) ডিএমপির ৫০টি থানা এলাকার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৩৫ জনকে গ্রেপ্তার করা হয়।
অপরাধীদের গ্রেপ্তারে রাজধানীতে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘এটি আরো বাড়ানো হবে। অপরাধীদের ধরতে আরো কঠোর হবে ডিএমপি।’

সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীসহ দেশে র‌্যাবের ‘রোবাস্ট প্যাট্রল ও বিশেষ চেকপোস্ট’ স্থাপন করা হয়েছে।

র‌্যাব জানায়, অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব সারা দেশে তৎপর রয়েছে।
গত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম, সরকার কঠোর অবস্থানে যাবে। গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় অপরাধীদের গ্রেপ্তার চলমান এবং বিচারের কাজ দ্রুত ও সুষ্ঠু করার লক্ষ্যে ও সরকার তৎপর। ছাত্র-যুবকদের জন্য লক্ষাধিক চাকরির ব্যবস্থা ও তরুণদের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণের বিষয় ও গতকালের আলোচনায় উত্থাপিত হয়েছে। শীঘ্রই এ বিষয়ে দৃশ্যমান পদেক্ষেপ নেওয়া হবে। সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে এবং সে লক্ষ্যে সমন্বিত তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে।

এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম অপরাধ নিয়ন্ত্রণে বিশেষভাবে তৎপর রয়েছে। চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ‘অল আউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, ডিবি বর্তমানে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মহানগরীর বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ‘অল আউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি। তা ছাড়া ছোট-বড় যেকোনো অপরাধ ও অপরাধীর ক্ষেত্রে ‘জিরো টলার‌্যান্স’ নীতি অবলম্বন করেছে ডিবি।

অভিযানের সময় ছদ্মবেশে ডিবি সদস্যরা মানুষের মধ্যে থেকে অপরাধীদের শনাক্ত করবে জানিয়ে তিনি বলেন, ‘রোজার সময় মানুষের কর্মযজ্ঞ বৃদ্ধি পায়; বিশেষ করে আর্থিক লেনদেন বেশি হয়। শপিং মল, ব্যাংক-বীমাগুলোতে মানুষের ভিড় বাড়ে। রেলস্টেশন, বাস টার্মিনাল এবং সদরঘাটসহ অন্যান্য জায়গায় মানুষের উপস্থিতি বাড়ে। এসব জায়গায় কেউ যাতে নাশকতা করতে না পারে, সে জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে।’

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি নেতা ফজলুর রহমানকে ক্ষমা চাওয়ার আহ্বান Aug 19, 2025
img
ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগের সাবেক নেতা গ্রেপ্তার Aug 19, 2025
আরোহী মিমের জুতা ছোড়ার ঘটনায় শায়লার স্পষ্ট বক্তব্য! Aug 19, 2025
img
হল কমিটি নিয়ে উত্তপ্ত, জাবিতে ফের ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি Aug 19, 2025
ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা Aug 19, 2025
১৮ বছর আগে বরখাস্ত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ Aug 19, 2025
অ্যামনেস্টির অভিযোগ: গাজায় ফিলিস্তিনিদের ইচ্ছাকৃত অনাহার Aug 19, 2025
img
হোয়াইট হাউসে বৈঠক শেষে পুতিনকে ফোন করবেন ট্রাম্প Aug 19, 2025
তিন সন্তানের জনক মার্কিন নাগরিক গ্যারিসন রবার্ট সন্তানের সাক্ষাত পেতে ঢাকার আদালতে Aug 19, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 19, 2025
নেতানিয়াহুর ‘বৃহত্তর ইসরায়েল’ মন্তব্যে উত্তাল আন্তর্জাতিক মহল Aug 19, 2025
'সম্পদ বিবরণী দিতে হবে স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসকে' Aug 19, 2025
আকাশে রাসায়নিক বৃষ্টির খোঁজে সৌদির কৃত্রিম মিশন Aug 19, 2025
img
শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি অপরিহার্য নয়: ট্রাম্প Aug 19, 2025
img
বছ‌রে লাখ খানেক কর্মী জাপা‌নে পাঠানোর পরিকল্পনা সরকারের Aug 19, 2025
img
ট্রাম্প যেন পুতিনের সুরেই বৈঠক শুরু করলেন Aug 19, 2025
img
হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক শুরু Aug 19, 2025
img
১১ বগি রেখেই স্টেশনে ঢুকল ঢাকাগামী ট্রেন Aug 19, 2025
img
পরীমণির মেয়ে আইসিইউতে Aug 19, 2025
img
জনগণের সমস্যাকে নিজের মনে করেই সমাধান করব : আমিনুল Aug 19, 2025