ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায়কে কেন্দ্র করে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন চিকিৎসকরা। তারা পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে পদযাত্রা করবেন।
জানা গেছে, রায় ঘোষণাকে কেন্দ্র করে বেলা ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসকরা জড়ো হতে শুরু করেন। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা এই কর্মসূচিতে যোগ দিয়েছেন।
বুধবার (১২ মার্চ) বেলা ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই দৃশ্য দেখা গেছে। জানা গেছে, নামের আগে "ডাক্তার" পদবি ব্যবহার নিয়ে করা রিটের রায় আজ ঘোষণা হওয়ার কথা রয়েছে। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চে এই রায় ঘোষণার জন্য কার্যতালিকায় রয়েছে।