শুক্রবার থেকে বন্ধ হচ্ছে সব পর্ন ওয়েবসাইট

আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) থেকে দেশে সকল পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সচিবালয়ের আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি জানান, ৫ আগস্টের পর যেসব পর্নোগ্রাফি ওয়েবসাইট পুনরায় চালু হয়েছিল, সেগুলোও এবার সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। পর্নোগ্রাফির সঙ্গে ধর্ষণের একটি সম্পর্ক রয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, সমাজে নেতিবাচক প্রভাব ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আশা করছি শুক্রবারের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।


এসএস/এসএন

Share this news on: