মাইকেল চাকমাকে সাত দিনের মধ্যে পাসপোর্ট দিতে নির্দেশ

রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমাকে সাত দিনের পাসপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) মাইকেল চাকমার রিটে প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

শেখ হাসিনা সরকারের পতনের দুই দিন পর খোঁজ মেলে মাইকেল চাকমার।

এর আগে পাঁচ বছরের বেশি সময় তিনি নিখোঁজ ছিলেন। তখন তার সংগঠন ও পরিবারের দাবি ছিল, তাকে গুম করা হয়েছে। ফিরে আসার পর তিনি নিজেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গুমের অভিযোগ দেন। সেখানে তিনি দাবি করেন, ৫ বছর ৩ মাস ২৭ দিন তাকে আলোচিত গোপন বন্দিশালা আয়নাঘরে আটক রাখা হয়েছিল।

মাইকেল চাকমার আইনজীবী আবদুল্লাহ আল নোমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘সম্প্রতি নিয়ম মেনে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন মাইকেল চাকমা। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর তিনি হাইকোর্টে এসে রিট করেন। রিটে প্রাথমিক শুনানির পর হাইকোর্ট রুলসহ আদেশ দিয়েছেন।

আদেশের অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মাইকেল চাকমাকে পাসপোর্ট দিতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।’

পাসপোর্টের জন্য আবেদনকারী (মাইকেল চাকমা) প্রয়োজনীয় সব কাগজপত্র সরবরাহ করার পরও তাকে পাসপোর্ট দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মৌখিক অস্বীকৃতি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। সেই সঙ্গে মাইকেল চাকমাকে নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট।

২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে মাইকেল চাকমাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবার ও দলের অভিযোগ।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ অগাস্ট ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয় মাইকেল চাকমাকে। এরপর ১৮ ডিসেম্বর তিনি ট্রাইব্যুনালের প্রসিকিউশনে গুমের অভিযোগ দেন।

Share this news on:

সর্বশেষ

img
রিয়ালের বিপক্ষে লড়াই নিয়ে রোমাঞ্চিত আর্তেতা, তবে সব মনোযোগ চেলসি ম্যাচে Mar 15, 2025
img
“এসব শুনে অভ্যস্ত” — কাপেলোর সমালোচনায় গুয়ার্দিওলার জবাব Mar 14, 2025
img
‘শূন‍্য থেকে শুরু করতে’ কোর্তোয়াকে ফেরালেন বেলজিয়াম কোচ Mar 14, 2025
img
ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে মোমবাতি জ্বালিয়ে নীরব প্রতিবাদ Mar 14, 2025
img
পড়তে বসলেই ঘুম? সমাধান জেনে নিন Mar 14, 2025
img
রাজনীতিবিদ-সাংবাদিকদের মধ্যে স্বচ্ছতা-বোঝাপড়া থাকলে সমাজ এগিয়ে যায়: জামায়াত আমির Mar 14, 2025
img
শিশুদের রোজা রাখার অভ্যাস গড়ে তোলার উপায় Mar 14, 2025
img
ট্রেনে ঈদযাত্রা: ২৫ মার্চের টিকিট পাওয়া যাবে শনিবার Mar 14, 2025
img
বলিউড ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড প্রিয়াঙ্কার Mar 14, 2025
img
নির্বাচিত শাসনে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে: প্রিন্স Mar 14, 2025