চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকা থেকে চার হাজার লিটার ডিজেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে চাক্তাই খালের ফিশারি ঘাটে একটি বিশেষ অভিযানে এ তেল জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি বেইস চট্টগ্রামের সদস্যরা অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যায়, তবে পরবর্তীতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪,০০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্ট গার্ড।
এসএস/এসএন