ইউটিউব দেখে সোনা পাচার শিখেছেন বলে জানালেন রান্যা রাও

সম্প্রতি স্বর্ণ পাচার করতে গিয়ে বিমানবন্দরে গ্রেপ্তার হন কন্নড় অভিনেত্রী রান্যা রাও। গ্রেপ্তারি নথি অনুযায়ী, তিনি দাবি করেছিলেন, অতীতেও দু’বার একইভাবে দুবাই থেকে সোনা এনেছিলেন। কিন্তু এবার অভিনেত্রী গোয়েন্দাদের জানান, ৩রা মার্চই প্রথম বার সোনা পাচার করার চেষ্টা করেন। কীভাবে সোনা পাচার করবেন, ইউটিউবের ভিডিও দেখে সেটা শিখেছেন বলেও জানান রান্যা।

গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কোটি টাকার সোনাসহ গ্রেপ্তার হন রান্যা। তার গ্রেপ্তারির পর থেকেই উঠছে নানা প্রশ্ন! এই সোনা পাচারচক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত, তাদের সঙ্গে অভিনেত্রীর যোগাযোগ কীভাবে। এসব প্রশ্নের উত্তরের খোঁজ করছেন গোয়েন্দারা।

বর্তমানে আদালতের নির্দেশে ডিআরআই হেফাজতে রয়েছেন রান্যা। সেখানেই গোয়েন্দারা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন।
সূত্রের খবর অনুসারে, তদন্তকারীদের অভিনেত্রী বলেন, ‘গত ১ মার্চ আমি একটি বিদেশি নম্বর থেকে ফোন পাই। সপ্তাহ দুই ধরে অজানা নম্বর থেকে ফোন আসছিল। আমাকে দুবাই বিমানবন্দরের তিন নম্বর টার্মিনাল গেটে যেতে বলা হয়েছিল।
সেখান থেকে সোনা সংগ্রহ করে বেঙ্গালুরুতে পৌঁছে দেওয়ার নির্দেশ ছিল।’

কীভাবে সোনা পাচার করবেন, ইউটিউবের ভিডিও দেখে সেটা শিখেছেন বলে গোয়েন্দাদের কাছে দাবি করেছেন রান্যা। তাঁর কথায়, ‘সোনার বারগুলি দু’টি প্লাস্টিকের ব্যাগে মোড়া ছিল। সেই সোনা নিয়ে বিমানবন্দরের বাথরুমে ঢুকে নিজের শরীরের সঙ্গে বেঁধে নিই। এমনকি জুতোর মধ্যেও সোনার বার লুকিয়ে ফেলি।’

কে ফোন করে সোনা পাচারের নির্দেশ দিয়েছিলেন, তা জানেন না বলেই পুলিশকে জানিয়েছেন রান্যা। তাঁর দাবি, ‘আমি পুরোপুরি নিশ্চিত নই কে আমাকে ফোন করেছিলেন।’ তবে অভিনেত্রী জানালেন, যিনি বিমানবন্দরে সোনা দিয়ে গিয়েছিলেন তাকে, তার উচ্চতা ৬ ফুটের কাছাকাছি। অতীতে এই ব্যক্তিকে কোনওদিন দেখেননি বলেই দাবি রান্যার।

২০১৪ সালে ‘মানিক্য’ সিনেমায় কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন রান্যা রাও। পরে আরও কয়েকটি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
গুম বিএনপি নেতা সুমনের পরিবারের প্রতি ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার May 09, 2025
img
নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ আবারও রাজপথে নামবে : জয়নুল আবদিন ফারুক May 09, 2025
img
চণ্ডিগড় ও গুরুদুয়ারায় সতর্কতা, ঘরে থাকার পরামর্শ May 09, 2025
img
বোমার ভয়ে কাঁপছিলেন আইপিএল চিয়ারলিডার, মুহূর্তে ভিডিও ভাইরাল May 09, 2025
ইসলামাবাদে ভারতের প্রত্যাঘাত দাবি,কেঁপে উঠল করাচি, শিয়ালকোট! May 09, 2025
আ. লীগ নিষিদ্ধ করতে ছাত্র-জনতাকে যে আহ্বান জানালেন হাসনাত আবদুল্লাহ May 09, 2025
img
ই-হজ সিস্টেমে ভিসা বাতিল করতে পারবেন হজযাত্রীরা May 09, 2025
img
জম্মুতে পাকিস্তানের হামলা ব্যর্থ, দাবি জম্মু-কাশ্মীর মুখ্যমন্ত্রীর May 09, 2025
img
নিরাপত্তা শঙ্কায়, অনিশ্চয়তায় আইপিএলের ভবিষ্যৎ May 09, 2025
img
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২ May 09, 2025