শাহরুখের ‘কিং’-এ নতুন রূপে অভিষেক

এবার সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখ খান অভিনীত ছবি ‘কিং’ সিনেমায় খলচরিত্রে থাকবেন অভিষেক বচ্চন। ছবিতে শাহরুখ-অভিষেকের পাশাপাশি সুহানা খান এবং অভয় বর্মাকে মুখ্য ভূমিকায় দেখা যাবে।

২০২৫ সালের মে-জুন মাসে ছবির শুটিং শুরু হবে।

গণমাধ্যম থেকে পাওয়া অনুযায়ী, অভিষেক বচ্চন ‘কিং’ ছবিতে তাঁর চেহারায় বড় ধরনের পরিবর্তন আনতে প্রস্তুত। সিদ্ধার্থ আনন্দ ছবিতে তাঁকে একেবারে নতুন অবতারে পর্দায় তুলে ধরবেন।

অভিষেক ইতিমধ্যেই শুটিংয়ের জন্য প্রশিক্ষণ শুরু করেছেন পাশাপাশি শাহরুখ খানের সঙ্গে অ্যাকশন থ্রিলারে তাঁর চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ডায়েট ও অভিনয় চর্চার পাশাপাশি তিনি চেহারা পরিবর্তনের উপর গুরুত্ব দিচ্ছেন যাতে দর্শকদের কাছে তিনি নতুন এক রূপে নিজেকে হাজির হতে পারেন।

এটি শাহরুখের সঙ্গে তাঁর প্রথম নেগেটিভ চরিত্র হবে।

‘কিং’ সিনেমায় শাহরুখ, সুহানা এবং অভিষেকের পাশাপাশি একজন বড়মাপের অভিনেত্রীও থাকবেন। নির্মাতারা বলছেন, শাহরুখের বিপরীতে ১৫-২০ দিনের জন্য দীপিকা পাড়ুকোন বা কারিনা কাপুরকে দেখা যেতে পারে। ছবির শুটিং মে ও জুন মাসে মুম্বাইয়ে শুরু হবে।

পরবর্তীতে ইউরোপে শুটিং হবে।

এসএম

Share this news on: