২০২৫ সালেই শুরু হয়ে যাবে বহু প্রতীক্ষিত ডন ৩ ছবিটির শ্যুটিং। জানা গিয়েছে চলতি বছরের জুন মাস থেকেই শুরু হবে ডন ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবির শ্যুটিং। এবার নাম ভূমিকায় শাহরুখ খানকে সরিয়ে রণবীর সিং ধরা দেবেন। এতদিন ঠিক ছিল মুখ্য মহিলা চরিত্রে থাকবেন কিয়ারা আডভানি। কিন্তু সদ্যই তিনি জানিয়েছেন যে তিনি সন্তানসম্ভবা। তাই আপাতত তিনি হাতের কাজগুলো ছাড়া নতুন কাজে যুক্ত হতে চান না। পরিবারকেই সময় দিতে চান। তাই সরে দাঁড়িয়েছেন ডন ৩ থেকে। এবার তাই জল্পনা শুরু হয়েছে যে তাঁর জায়গায় কাকে দেখা যাবে।
কানাঘুষোয় শোনা যাচ্ছে কিয়ারার জায়গায় আসতে চলেছেন কৃতি শ্যানন। তবে মাঝে শোনা গিয়েছিল শর্বরী ওয়াগের নামও। বাদ যাচ্ছে না প্রিয়াঙ্কা চোপড়ার নামও। ফারহান আখতার পরিচালিত এই ছবিতে তিনিও থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে সেসবই জল্পনা। এই চরিত্রের জন্য নির্মাতাদের প্রধান এবং প্রথম পছন্দ কৃতি শ্যানন। শেষ পর্যন্ত তিনিই থাকেন নাকি অন্য কেউ সেই জায়গা নেন সেটা সময়ই উত্তর দেবে।
অন্যদিকে কিয়ারা আডভানি আপাতত ওয়ার ২ এবং টক্সিক ছবি দুটোতেই মন দিয়েছেন। সেই ছবি দুটোর শ্যুটিং শেষ করে তিনি বিরতি নেবেন।