বামপন্থী আটটি সংগঠন দেশে চলমান হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিল করার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত সমাবেশ করেই কর্মসূচি শেষ করেছে ।
শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া সমাবেশের প্রায় আধঘণ্টা পর, পূর্বঘোষিত গণমিছিলটি স্থগিত করে কর্মসূচি আজকের মতো শেষের ঘোষণা দেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা।
তিনি বলেন, আমাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। গোয়েন্দা সংস্থা থেকে বলা হয়েছে, আমরা যেন এই কর্মসূচি সংক্ষিপ্ত করি, পালন না করি।
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শহীদ মিনার থেকে টিএসসি পর্যন্ত আমাদের যে গণমিছিল হওয়ার কথা ছিল সেটি স্থগিত করে আমাদের আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত করছি।
গণমিছিলের ডাক দেওয়া সংগঠনগুলো হলো— বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল, পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ উদিচী শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।
এর আগে শহিদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনগুলোর পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন। দাবিগুলো হচ্ছে—
• আছিয়াসহ সব হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার করতে হবে।
• ‘ব্যর্থ’ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করতে হবে।
• জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে।
• মসজিদ, মন্দির, মাজারে হামলাকারী মব সন্ত্রাসীদের বিচার করতে হবে।
• চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, যৌথ বাহিনী দ্বারা শ্রমিক হত্যার বিচার করতে হবে।
• সাগর-রুনি, তনু, আফসানা, মুনিয়াসহ পতিত স্বৈরাচার আওয়ামী লীগ আমলে সংগঠিত হত্যার বিচার করতে হবে।
• হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা, লুটপাটের বিচার করতে হবে।
আরএ/এসএন