নড়াইলে ২ পক্ষের সংঘর্ষে নিহত ১

নড়াইলের কালিয়া এলাকায় প্রতিপক্ষের হামলায় হাসিম মোল্যা (৩৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (১৫ মার্চ) হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে এ ঘটে।

এই ঘটনার জেরে ওয়ান সুটারগান ও গুলিসহ সিরাজ মোল্যা (৪৪) ও আজিজার (৫৫) নামের দুই ব্যক্তিকে আটক করেন সেনাবাহিনী সদস্যরা। তারা মৃত আহমেদ মোল্যা ও মকবুল শেখের ছেলে।

হাসিম হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের বাসিন্দা। কালিয়া থানার পুলিশ সদস্য চন্দন সাহা ও সজল এবং সিলিমপুর গ্রামের কাদের মোল্যা তার দুই ছেলে জনি মোল্যা ও হাসিম মোল্যা, তোতা মোল্যার ছেলে বনি মোল্যাসহ মোট ১০ জন আহত হন।

স্থানীয় সূত্র জানায়, হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে ঠান্ডু মোল্যা ও জনি মোল্যা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। শনিবার সকালে ঠান্ডু মোল্যা গ্রুপের লোকজন জনি মোল্যা গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়।

এতে হাসিম মোল্যাসহ ১০ জন আহত হন। খুলনা মেডিক্যালে নেওয়ার পর হাসিম মারা যান।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, সিলিমপুর গ্রামে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে হামলা ঠেকাতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এফপি


Share this news on: