সড়কে গাড়ি থামিয়ে ডিবি পরিচয়ে কোটি টাকা ডাকাতি

সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এক কোটি ১০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার দড়িকান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিবা এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানির গাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কোম্পানির ব্যবস্থাপক মো. নাজিম উদ্দিন বাদী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার ভাটারা এলাকার দিবা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. নাজিম উদ্দিন ও কোম্পানির মাইক্রোবাস চালক মামুন শেখ শনিবার (১৫ মার্চ) দুপুরে মতিঝিল সিটি ব্যাংকের কর্পোরেট শাখা থেকে এক কোটি ১০ লাখ টাকা উত্তোলন করে কোম্পানির চাঁদপুর শাখায় যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি ব্রিজ পার হলে পেছনে থাকা সিলভার রঙের একটি এক্সজিও ফিল্ডারযোগে ৬ সদস্যের একটি গ্রুপ তাদের গাড়ির গতিরোধ করে। পরে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভুক্তভোগী ব্যবস্থাপককে গাড়িটি তল্লাশির কথা বলেন। একপর্যায়ে ডাকাত সদস্যরা ভুক্তভোগীদের অস্ত্রের মুখে জিম্মি করে চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে বিভিন্ন স্থানে ঘোরায়। পরে অপরিচিত একটি স্থানে থেমে কোম্পানির মাইক্রোবাসে দুটি ব্যাগে থাকা এক কোটি ১০ লাখ টাকা ও ভুক্তভোগীদের সঙ্গে থাকা মূল্যবান পণ্য নিয়ে যায়।

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও ব্যাংক হতে কোটি টাকা উত্তোলনের বিষয়টি জানতে অভিযোগের বাদী নাজিম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের কোম্পানিতে বিকাশে লেনদেন করা যায়। এটা শুধু সিটি ব্যাংকই করে। আমাদের মালিক দেশের বাইরে থাকায় উনার সই করা চেকের মাধ্যমে আমরা টাকা তুলেছি। এটা করা যায়।

তিনি আরও বলেন, ৬ ডাকাতের একজন আমাদের গাড়িটি চালিয়ে আমাদেরকে বিভিন্ন স্থানে প্রায় আড়াই ঘণ্টা ঘুরিয়ে তারপর সব নিয়ে গেছে।

এ বিষয়ে সোনারগাঁ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, আমার এ সম্পর্কে জানা নেই, কিছু শুনিনি। খোঁজ নিতে হবে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রযুক্তির সহায়তায় নিয়ে তদন্তের চেষ্টা করছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারীকে একাধিক ফোন দেওয়া সত্ত্বেও তিনি কল রিসিভ করেনি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) আসিফ ইমাম বলেন, ঘটনার কথা শুনেছি। তবে আমি ছুটিতে থাকায় বিস্তারিত বলতে পারছি না। খোঁজ নিতে হবে।

এফপি/ এস এন 

Share this news on:

সর্বশেষ

img
কিশোরগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার Mar 17, 2025
img
সরাসরি যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করলেন কঙ্গনা, সমালোচনার ঝড় Mar 17, 2025
img
ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু Mar 17, 2025
img
২৩৯ বিডিআর সদস্যের জামিন আদেশ আজ Mar 17, 2025
img
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ কাঠামো প্রত্যাখ্যান তিতুমীর কলেজ শিক্ষার্থীদের Mar 17, 2025
ছেলের কথা মনে করে কা'ঠগ'ড়ায় কাঁ'দলে'ন শাজাহান খান Mar 17, 2025
"১০০ ক্যামেরাম্যান মোবাইল নিয়া দাড়াইয়া থাকে, কাস্টমার কই?" Mar 17, 2025
img
এবার শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধছেন ‘পুষ্পা’ নির্মাতা সুকুমার! Mar 17, 2025
ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ১৩ টি দল, বাকি দলগুলোর ব্যাপারে কি বললেন আলী রীয়াজ Mar 17, 2025
দেশের বাজারে স্বর্ণের দামে রেকর্ড Mar 17, 2025