নারীদের সুরক্ষায় চালু হেল্প অ্যাপে অভিযোগ করলেই এফআইআর

হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (হেল্প) অ্যাপ চালু করা হয়েছে রাজধানীর গণপরিবহনে নারীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে । ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ডিএমপি শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে কোনো নারী অভিযোগ করলে তা এফআইআর হিসেবে গণ্য করা হবে।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথভাবে চালু করা পরিষেবাটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, হেল্প অ্যাপের মাধ্যমে কোনো নারী অভিযোগ করলে এক কিলোমিটারের মধ্যের থানায় তা এফআইআর হিসেবে লিপিবদ্ধ হবে।

পরবর্তী সময়ে এই অভিযোগকে ভিত্তি ধরেই মামলার প্রস্তুতি নেওয়া হবে। নারী নির্যাতনের মতো ঘটনায় অনেক সময় ভুক্তভোগী বা তার পরিবার থানায় যেতে চায় না। তারা নিজেদের পরিচয় গোপন রাখতে চায়। এই অ্যাপ চালু হওয়ায় কাউকে থানায় আসতে হবে না।

অভিযোগ পর্যালোচনা করে পুলিশ নিজেই বাদী হিসেবে মামলা রুজু করতে পারবে বলে জানান ডিএমপি কমিশনার।

পাইলট প্রকল্প হিসেবে শুরুতে এই সেবা ঢাকার বছিলা থেকে সায়েদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। পরবর্তী সময়ে এটিকে সব রুটে চালু করার ওপর জোর দিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘এ ব্যাপারে পুলিশ সব ধরনের সাহায্য করবে। রাজধানী এখন অনেক বিস্তৃত।

সব কটি রুট ধরে কাজ করতে পারলে নারীরা গণপরিবহনে আর অনিরাপদ বোধ করবে না। আর এমন একটি অ্যাপ চালু হয়েছে, এ বিষয়টিও সবাইকে জানাতে হবে।’

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পুলিশের ১২৭ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা Mar 16, 2025
img
স্ত্রী-সন্তান-জামাতাসহ পাপনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Mar 16, 2025
রোহিঙ্গা ও ইউএসএআইডি নিয়ে গো''পন পরিকল্পনা ফাঁ''স করল রয়টার্স! Mar 16, 2025
img
আবরার হত্যার রায় ছাত্র রাজনীতির জন্য কড়া বার্তা: অ্যাটর্নি জেনারেল Mar 16, 2025
img
আনন্দ করার মেজাজে নাই, স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না: স্বরাষ্ট্রসচিব Mar 16, 2025
img
যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত ৩৪ Mar 16, 2025
img
মডেলিংয়ে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা Mar 16, 2025
img
ট্রাম্পের আদেশে অনিশ্চিত তিন গণমাধ্যমের ভবিষ্যৎ Mar 16, 2025
img
চিন্তা করবেন না, এখনই অবসর নিচ্ছি না : কোহলি Mar 16, 2025
সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ অঙ্গীকারের প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব Mar 16, 2025