চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে আগুন

সিরাজগঞ্জের কাজিপুরে এক ব্যবসায়ীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর অভিযোগ, চাঁদা না দেওয়ায় বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ মার্চ) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানায় ভুক্তভোগী পরিবার ও প্রতিবেশীরা।

জানা গেছে, কিছুদিন আগে থেকে উপজেলার সোনামুখী ইউনিয়নের সোনামুখী গ্রামের বাচ্চু সরকারের ছেলে নয়ন সরকারের কাছে চাঁদা দাবি করেন একই গ্রামের রেজাউল করিমের ছেলে শিবলী রেজা বাবু। চাঁদা দিতে অস্বীকার করায় এমন ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী নয়ন সরকার জানান, শিবলী রেজা বাবু একজন ইয়াবা ব্যবসায়ী। সে আমার কাছে চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় রাতে আমার বসতবাড়িতে আগুন দেয়। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, আমার বাড়ির গেটের ছিটকিনি লাগিয়ে দেয় যাতে আমরা বের হতে না পারি। আগুনে পুড়ে মরি।

প্রতিবেশী লাইলী খাতুন বলেন, আমি রাতে শব্দ শুনে ঘরের জানালা খুলে দেখি নয়নদের বাড়িতে আগুন জ্বলছে। আমি তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে দেখি অনেক লোকজন তার মধ্যে শিবলীও রয়েছে। লোকজন আগুন নিভাতে গেলে শিবলী তাদের আগুন নেভাতে নিষেধ করে। আগুন নেভাতে নিষেধ করলে আমি শিবলীকে গালিগালাজ করে বলছি- আগুন কেন নিভাবে না, বাড়ি পুড়ে শেষ হয়ে গেল।

আরেক প্রতিবেশী আরিফ সরকার জানান, এ ধরনের কাজ খুবই ন্যক্কারজনক। চাঁদা না দেওয়ায় বাড়িতে আগুন দেবে এটা কোন ধরনের কাজ হলো। মানুষের জান-মালের নিরাপত্তা কই।
এ বিষয়ে অভিযুক্ত শিবলী রেজা বাবুর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও সাড়া মেলেনি।

কাজিপুর থানার ওসি নুরে আলম জানান, আমি রাত দেড়টার দিকে টহলে ছিলাম। ওখান থেকে গান্ধাইলের দিকে যায়। টহল পুলিশ ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
চাঁদা না পেয়ে বাড়িতে আগুন দিয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ঘটনা তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না।


Share this news on:

সর্বশেষ

img
গুজরাট দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার মোদির Mar 17, 2025
img
আসবাবপত্র শিল্পের রফতানি সম্ভাবনা: বন্ড সুবিধা পেলে আয় পৌঁছাবে ৫০০ কোটি ডলারে Mar 17, 2025
img
ঢাকা উত্তর বিএনপির ৭ নেতা বহিষ্কার, মিরপুরে বিক্ষোভ Mar 17, 2025
img
বার্সেলোনার দুর্দান্ত কামব্যাকে অ্যাতলেটিকোর দুঃসময় Mar 17, 2025
img
কর্মীদের কর্মবিরতিতেও স্বাভাবিক মেট্রো রেল চলাচল Mar 17, 2025
img
যুক্তরাষ্ট্রের অভিযান, মার্কিন জাহাজে পাল্টা হামলার দাবি হুতিদের Mar 17, 2025
img
ফজলে করিমের দুই ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা Mar 17, 2025
img
মধ্যরাতে র‍্যাবের অভিযান,আরসার ৪ সন্ত্রাসী আটক Mar 17, 2025
img
আদালতের নিষেধ সত্ত্বেও ২৩৮ ভেনেজুয়েলানকে বিতাড়িত করল যুক্তরাষ্ট্র Mar 17, 2025
img
ইয়েমেনে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের , নিহতের সংখ্যা ৫ Mar 17, 2025