বাবার ধূমপানে সন্তানের শুক্রাণু কমে

পূর্বের গবেষণাগুলোতে দেখা যায়, গর্ভবতী মায়ের ধূমপান ও আর্থসামাজিক পরিবেশ সন্তানের উপর প্রভাব ফেলে। কিন্তু নতুন কিছু গবেষণায় দেখা গেছে, বাবার ধূমপানের কারণে ছেলে সন্তানের শুক্রাণু অর্ধেক কমে যায়।

সম্প্রতি একটি গবেষণা বলছে, যেসব পুরুষের বাবা ধূমপান করেন, তাদের শুক্রাণু অন্য পুরুষদের (যাদের বাবা ধূমপান করেন না) থেকে ৫১ শতাংশ কম।

সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক জোনাথন এক্সেলসন বলেন, আমি এটা দেখে বিস্মিত যে, শুধু মায়ের ধূমপানের কারণেই নয়, বাবার ধূমপানের ফলেও সন্তানের শুক্রাণু কমে যায়।

তিন বলেন, যেহেতু শুক্রাণুর সঙ্গে গর্ভধারণের একটি সম্পর্ক রয়েছে, তাই শুক্রাণু কম থাকার কারণে এটা পুরুষের ভবিষ্যতে সন্তান হওয়ার সম্ভাবনায় প্রভাব ফেলবে।

গবেষক এক্সেলসন আরও বলেন, বাবার ধূমপানের কারণে মেয়ে সন্তানের প্রজনন ক্ষমতাও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সন্তানের উপর কেবল মায়ের ধূমপানের প্রভাব রয়েছে এ কথা সত্য নয়।

প্রতিবেদনে বলা হয়, অনুরূপ আরও কিছু গবেষণায় দেখা গেছে, বাবার ধূমপানের কারণে সন্তানের বিকলাঙ্গসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

গবেষকরা দেখেছেন যে ধূমপানের কারণে শুক্রাণুর ডিএনএ তন্তুতে ত্রুটি দেখা দেয়। আবার, যাদের বাবা ধূমপান করে তাদের ডিএনএর পরিবর্তন অন্যদের থেকে চার গুণ বেশি হয়।

এছাড়া ধূমপানে এমন কিছু পদার্থ রয়েছে যা ডিএনএর সিকুয়েন্সের পরিবর্তন ঘটায়।

তাই ধূমপানের কারণে সন্তান গর্ভধারণের সময় পুরুষের জননকোষের পরিবর্তন ঘটে এবং তা জিনে প্রবেশ করে, যা ছেলে সন্তানের শুক্রাণুর পরিমাণ ও গুণমান হ্রাস করে।

 

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবল্মবনে লিখেছেন এনামুল হক।

Share this news on: