অবশেষে ৭৫ লাখ রুপিতে দল পেলেন মুস্তাফিজের ‘শিষ্য’

ভারতীয় ক্রিকেটের যে কজন তরুণ প্রতিভাকে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আপন করে নিতে পেরেছিলেন তাদেত্র মধ্যে অন্যতম চেতন সাকারিয়া। আইপিএলে খেলেছিলেন মুস্তাফিজুর রহমানের সঙ্গে। বাংলাদেশি এই পেসারকে চেতন সাকারিয়া ডেকেছেন ‘কোচ’ হিসেবে। রাজস্থানে রয়্যালসে দুজনে খেলছেন একসঙ্গে।

মুস্তাফিজুর রহমানের সঙ্গে চেতন সাকারিয়ার বোলিং রসায়ন জমেছিল বেশ। ২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে নিজের প্রথম আইপিএলেই বেশ সাড়া ফেলে দিয়েছিলেন। সেবার মোট ১৪টি উইকেট শিকার করেছিলেন এই পেসার।

তবে এরপরেই চেতন সাকারিয়ার পথটা গিয়েছিল বেঁকে। রাজস্থানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে প্রথমবারের মতো জাতীয় দলেও সুযোগ পেয়েছিলেন চেতন সাকারিয়া। যেখানে ওয়ানডেতে অভিষেকে ২ উইকেট আর টি-টোয়েন্টির অভিষেকে পান ১ উইকেটস। এরপরেই দল পাল্টে যোগ দেন দিল্লি ক্যাপিটালসে। পুরো আসরে মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন চেতন। পরের বছরে আইপিএলে দিল্লির হয়ে খেলতে পারেন মাত্র ২ ম্যাচ। আর সব মিলিয়ে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই মৌসুমে মাত্র ৫ ম্যাচে খেলেছেন চেতন সাকারিয়া। উইকেট মোটে ৬টি।

এরইসঙ্গে যুক্ত হয় বাঁহাতের কবজির ইনজুরি। স্বাভাবিকভাবেই তাই বেশ অনেকটা দিনের জন্য পিছিয়ে যান চেতন সাকারিয়া। চলতি আসরে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে টেনেছিল নেট বোলার হিসেবে। সেটাও ২ লাখ রুপির বিনিময়ে। তবে চেতন সাকারিয়ার গল্পটা বদলে গেল সহসাই।

মেগা অকশনে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছিল উমরান মালিককে। ২০২৩ আসরে দুর্দান্ত পারফর্ম করা উমরানের অবশ্য খেলা হচ্ছে না এবারের আসরে। ইনজুরির কারণে মাঠের খেলা শুরুর আগেই দল থেকে বাদ পড়তে হচ্ছে তাকে। ৭৫ লাখ রুপি খরচ করে নিলামের শেষদিকে উমরানকে কিনে নিয়েছিল কলকাতা। সেই দামেই চেতন সাকারিয়াকে দলে ভেড়াচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা।

কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে উমরান মালিকের ছিটকে যাওয়ার কথা। যদিও তার চোট কীসের সে বিষয়ে আইপিএলের পক্ষ থেকেও পরিষ্কার করে জানানো হয়নি। উমরান মালিকের পরিবর্তে বাঁ হাতি পেসার চেতন সাকারিয়াকেই পছন্দ কলকাতা নাইট রাইডার্সের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর গত মওসুমেও চেতন সাকারিয়াকে নিয়েছিল। যদিও এক ম্যাচেও সুযোগ পাননি।

এ বছর কলকাতা তাদের পেস আক্রমণে পাচ্ছে আনরিখ নরকিয়া, হার্শিত রানা, স্পেন্সার জনসন, বৈভব অরোরা, মায়াঙ্ক মারকান্দেকে। তাদের সাথে যুক্ত হচ্ছে সাকারিয়ার নাম।

Share this news on:

সর্বশেষ