গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

গাজীপুরের কালীগঞ্জে দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং গাজীপুর প্রেস ক্লাবের নির্বাহী কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল গাফফারের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।

রবিবার (১৬ মার্চ) রাত ৯টার দিকে গাজীপুর থেকে কালীগঞ্জে নিজ বাড়িতে ফেরার পথে স্থানীয় আওড়াখালী বাজার এলাকায় ওত পেতে থাকা পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত আক্রমণ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।

পুলিশ ঘটনায় জড়িত এক যুবদলকর্মীকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিক গাফফারের সহকর্মী জানান, ইফতারের পর যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি খোরশেদ আলমের মোটরসাইকেলে করে গাফফার নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। আওড়াখালী বাজার এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা পেছন থেকে গাফফারকে টেনে নামিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। তারা তার মোবাইল ফোন, নগদ টাকা ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আহত আব্দুল গাফফার জানান, সম্প্রতি তিনি কালীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের নানা অপতৎপরতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিলেন।ওই জেরে হামলার ঘটনা চালানো হয়ে থাকতে পারে।

এ ঘটনার পর সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে, অপরাধীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, যাতে সাংবাদিকরা নিরাপদে তাদের দায়িত্ব পালন করতে পারেন।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ