চালের বস্তায় ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় পাচারকালে চালের বস্তায় মিললো ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছে বালুখালীর মৃত বদিউর রহমানের ছেলে রুহুল আমিনকে (৩০)।

গতকাল সোমবার (১৭ মার্চ) রাত ৮টায় কক্সবাজার-টেকনাফ সড়ক লাগোয়া ৯ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশমুখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করে।

কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সানোয়ার হোসেন জানান, পাকারকারীরা একটি ইয়াবার চালান রোহিঙ্গা ক্যাম্পে মজুত করার জন্য নিয়ে যাওয়ার সময় ক্যাম্পের প্রবেশমুখে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশির একপর্যায়ে টমটমে চালের বস্তার ভিতর করে পাচারের সময় ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থাবার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসেন।

আরএ/এসএন

Share this news on: